রোহিঙ্গাদের সাহায্য করছে মমতার সরকার! অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দিলীপ

রোহিঙ্গাদের সাহায্য করছে মমতার সরকার! অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দিলীপ

54c095451ffaa8c5fda6ceec4fcf5086

কলকাতা: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যু নিয়ে এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতারা। নির্বাচনের সময় হোক কী অন্য কোনো ইস্যু, রাজ্যে বহিরাগতদের প্রবেশ নিয়ে সর্বদাই শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি বাহিনী। এমনকি অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো হয় বলেও অভিযোগ তোলা হয়েছে তাদের তরফে। এবার একবার ফের অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর সরাসরি আক্রমণ এই বলে যে, রাজ্য সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে।

এদিন সকালে জলপাইগুড়িতে চায় পে চর্চা আসরে রোহিঙ্গা তথা অনুপ্রবেশকারী ইস্যুতে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যের শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চরম আক্রমণ করে বলেন, বর্তমান রাজ্য সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে আর ওরা এই দেশে এসে দেশের সর্বনাশ করছে। তিনি এও দাবি করেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বৃহৎ অংশ জুড়ে কাঁটা তারের বেড়া নেই। সেখান থেকেই দেশে প্রবেশ করছে রোহিঙ্গারা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করছে। এর আগেও বহুবার রোহিঙ্গা তথা অনুপ্রবেশকারী ইস্যুতে দিলীপ ঘোষ রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন এবং বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে রাজ্যের একাধিক জেলায় জঙ্গি রয়েছে। এখনো পর্যন্ত যে এই ইস্যুতে আমল দেওয়া বিজেপি বন্ধ করবে না তা স্পষ্ট। 

প্রসঙ্গত, এর আগে বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল যে রোহিঙ্গারা আইন বিরুদ্ধ কাজে লিপ্ত এবং তাদের অধিকাংশের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। কেন্দ্র স্পষ্ট করে দিয়েছিল, যাদের কাছে বৈধ কাগজপত্র নেই কিন্তু তারা দেশের হয়েছেন বা কাগজ পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দেশে থাকছেন তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। উল্লেখ্য, বিজেপি আগেও অনেকবার দাবি করেছে যে পশ্চিমবঙ্গের শাসকদের ভোটব্যাঙ্কের একটি অংশ এই অনুপ্রবেশকারীরা। সেই নিয়েও বিতর্ক কিছু কম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *