‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’! হুঁশিয়ারি দিলীপ ঘোষের

‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’! হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বরানগর: গতকাল চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ ভোটারের। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, দাবি করা হচ্ছে তিনি উস্কানি দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। এদিকে আজ বরানগরের জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন তাকে উস্কানি বললে হয়তো ভুল হবে না, মনে করছেন বিরোধীরা। কারণ তিনি বলেছেন, “বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।

গতকালের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বরানগরের এক জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী দেখানোর জন্য বন্দুক নিয়ে ঘুরে তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কতটা জোর। গতকালের মতো বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, কেউ যদি আইন হাতে নিতে আসে তাহলে গতকাল যা হয়েছে সেই অবস্থায় আবার হবে। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রমাণ করে দিচ্ছে যে গতকাল যারা মারা গিয়েছেন তাদের প্রতি তাঁর কোনও রকম সমবেদনা বা সহানুভূতি নেই। তাই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে রাজ্য জুড়ে। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি নেতা সায়ন্তন বসু একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁকে মন্তব্য করতে শোনা যাচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনীকে তিনি বলবেন গুলি যেন বুক ফুঁড়ে যায়! সেই প্রেক্ষিতে নেটাগরিকদের এখন নিশানায় রয়েছেন বিজেপি নেতৃত্ব, কারণ এই প্রেক্ষিতে উস্কানিমূলক মন্তব্যের দায় তাদেরকে নিতে হবে বলেও দাবি করা হচ্ছে।

আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে আক্রমণ করে দাবি করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝে গেছেন যে তিনি বাংলায় আর জিততে পারবেন না তাই তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং তাদের উস্কানি দিচ্ছেন। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন। গতকাল যে ঘটনা ঘটেছে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি দেওয়ার কারণেই। এর জন্য মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা উচিত বলে মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যেই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন বাংলার ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। এই কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =