‘তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছু দেবে না’, বাবুলকে খোঁচা দিলীপের

‘তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছু দেবে না’, বাবুলকে খোঁচা দিলীপের

কলকাতা: ফের প্রকাশ্যে বাবুল-দিলীপ দ্বৈরথ৷ আসন্ন পুরভোটে বাবুল সুপ্রিয়কে কলকাতায় মেয়র পদপ্রার্থী করার জল্পনা তৈরি হতেই আসরে নামলেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ বাবুলকে খোঁচা দিয়ে বলেন, ‘‘তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া আর কিছুই দেবে না।’’ 

আরও পড়ুন- বয়কটের পর মঙ্গলে বিধানসভায় বিরোধীরা, গড়হাজির শুভেন্দু

জানা গিয়েছে, মেয়র পদপ্রার্থী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ প্রতিদিনের মতো আজ সকালেও নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে এ প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করলেন দিলীপ ঘোষ৷ একদা সতীর্থ বাবুলের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই তোপ দাগলেন তিনি৷ প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘‘তৃণমূল বাবুলের জন্য কিছু করবে না। ওঁকে কিছুই দেবে না। এখন ঝুনঝুনি দিচ্ছে।’’ 

বিজেপি’তে থাকার সময়েও একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলতেন বাবুল-দিলীপ৷ বাবুল তৃণমূলে যেতেই প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন বিজেপি’র সর্বভারতীয় সহসভাপতি৷ ছেড়ে কথা বলেননি বাবুলও৷ তৃণমূল সূত্রের খবর, বাবুলকে প্রার্থী করার বিষয়ে  দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলেই তাঁর নাম ঘোষণা করে দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কলকাতা এবং হাওড়ায়৷ বাবুল  আগে কলকাতার কৈলাস বোস স্ট্রিট এলাকার ভোটার ছিলেন৷ কিন্তু আসানসোলের সাংসদ হওয়ার পর তিনি সেখানকার ভোটার হয়ে যান৷  তবে উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে এখনও বাবুলের পৈত্রিক বাড়িটি রয়েছে। বাবুল ফের ওই ওয়ার্ডের ভোটার হয়ে নির্বাচনে লড়বেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =