কলকাতা: মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণে বদলে গিয়েছে খোলনলচে৷ নতুনদের জায়গা দিতে পদ ছাড়তে হয়েছে বহু মন্ত্রীকে৷ সেই তালিকায় রয়েছেন আসানসোলের সাংসদ তথা প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও৷ কিন্তু গতকাল ইস্তফা দিতেই তাঁর গলায় ঝরে পড়ে উষ্ণা৷ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন, পদত্যাগ করতে বলা হয়েছিল তাঁকে৷ বাবুলের এই মন্তব্যের পরেই একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
আরও পড়ুন- শপথবাক্য পাঠ করতে গিয়ে হোঁচট খেলেন বাংলার ৪ মন্ত্রী!
এদিন বাবুলের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, অনেক মন্ত্রীই তো ইস্তফা দিয়েছেন৷ কেউ তো এমন বলেননি৷ মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হলে কি ভালো হত? পদ্ধতি মেনেই পদত্যাগ করতে বলা হয়েছে তাঁকে৷ দিলীপবাবু আরও বলেন, ‘‘আপনি মন্ত্রিত্ব ছাড়লে অন্য একজন জায়গা পাবে৷ এটাই তো দস্তুর৷ সে কারণেই ১২ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন৷ কেউ তো এমন লেখেননি৷ দলের প্রতি আস্থা রাখা উচিত৷ দলের জন্যই আমরা বিধাক-সাংসদ হয়েছি৷’’
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েই বাবুলের এই রণংদেহী রূপ আদতে তাঁরই বিপদ ডেকে আনবে বলে মনে করছে বিজেপি’র একাংশ৷ কারণ তাঁর এই ক্ষোভ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরেই প্রশ্নচিহ্ন তুলেছে৷ প্রসঙ্গত, গতকাল বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়৷ এর পরেই তিনি ফেসবুকে লেখেন, ‘‘হ্যাঁ যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন থাকবে এটাই স্বাভাবিক। আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি৷ হ্যাঁ, আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।” এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হবার সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন৷ লেখেন, দেশের হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ৷