কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরের দিনই সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা তিনি দিয়েছেন। ইতিমধ্যে জানা গিয়েছে, তিনি আবার ওড়িশায় যাবেন। আহত ব্যক্তিরা যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত তাঁর। তবে মমতার এই দ্বিতীয়বারের ওড়িশা সফরকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, কেন আচমকা ওড়িশা যাচ্ছেন মমতা?
মনে রাখতে হবে, চলতি সপ্তাহের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু করমণ্ডল দুর্ঘটনার পর তিনি তাঁর সেই সফর বাতিল করেছেন। বুধবার রাজ্যের দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করার কথা রয়েছে তাঁর। এই আবহে তাঁর দ্বিতীয় ওড়িশা সফরের কথা সামনে এসেছে। এই প্রেক্ষিতেই দিলীপ ঘোষের প্রশ্ন, কেন দার্জিলিং গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন হঠাৎ কটক যাচ্ছেন? অবশ্য নিজের প্রশ্নের নিজেই উত্তর দিয়েছেন তিনি। দিলীপের দাবি, মমতা ভয় পেয়েছেন, সব ঘেঁটে গিয়েছে তাঁর। তাই কোথায় যাচ্ছেন ঠিক করতে পারছেন না। এখন উঠল বাই তো কটক যাই অবস্থা!
কিন্তু কী এমন ভয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসলে গতকাল আবার বিমাবন্দরে আটকানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। তাঁকে এই সপ্তাহেই তলব করেছে ইডি। মমতাও এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়ে রুজিরার পাশে দাঁড়িয়েছেন। দিলীপের বক্তব্য, এই ইডি তলবেই তিনি ভয় পেয়েছেন তাই সব গুলিয়ে ফেলছেন। ঘর, সংসার সব জেলে যাওয়ার ভয় ধরেছে তাঁকে।