রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

কলকাতা: উলটপুরাণ! বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল৷ সবসময়ই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সুর চড়াতে দেখা গিয়েছে এই বিজেপি সাংসদকে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার একটি সুযোগও হাতছাড়া করেন না তিনি৷ এবার সেই দিলীপ ঘোষের গলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা যেন বেসুর শোনাচ্ছে৷ ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করলেন দিলীপবাবু। 

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে ভালো কাজ করেছে। উপকূলের মানুষকে ঝড়ের জন্য বারবার সতর্ক করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক হচ্ছে বলেই মনে হচ্ছে।’ আমফানের পর বারবার রাজ্যকে বিঁধতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ত্রাণ থেকে ক্ষতিপূরণ সবেতেই তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। এবার সেই প্রশংসা করলেন রাজ্য সরকারের কাজের৷

প্রসঙ্গত, বুধবার সকালে ঘূর্ণিঝড় ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়লেও মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টিপাত হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বুধবার ভোর থেকে দিঘায় পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করে। ক্রমশই হাওয়ার গতিবেগ বেড়েছে। প্রায় ৩০ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। সেখানকার বাসিন্দাদের দাবি, নারকেল গাছের ওপর দিয়ে সমুদ্রের ঢেউ গিয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকার হোটেলগুলিতে জল থইথই করছে। এমনকি মন্দারমণিতে হোটেলের সামনে থাকা গাড়িও ভেসে গিয়েছে জলের তোড়ে। দিঘা, শংকরপুরের বিস্তীর্ণ রাস্তা জলের তলায় চলে গিয়েছে৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে৷ জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যা দেখে যশ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গলাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fourteen =