মানুষ জানেন কী করেছেন! মমতার ‘TIME’ স্বীকৃতি নিয়েও কটাক্ষ দিলীপের

মানুষ জানেন কী করেছেন! মমতার ‘TIME’ স্বীকৃতি নিয়েও কটাক্ষ দিলীপের

কলকাতা: বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ঢুকে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ম্যাগাজিনের বিচারে ২০২১ সালের গোটা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন। সম্প্রতি ম্যাগাজিনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরেক পালক যুক্ত হল। এই নিয়ে তৃণমূল কংগ্রেস সহ মমতার অনুগামীদের উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু এই স্বীকৃতি নিয়েও বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, মানুষ জানে উনি কী করছেন।

আরও পড়ুন- TIME-এর বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় মমতা!

টাইম ম্যাগাজিনের এই তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর সঙ্গে এইবার এই তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মুখ খুলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন, বিগত ১০ বছর ধরে প্রশাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানেন উনি কী করেছেন। তাঁর আমলে সকলকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। এমনকি শিক্ষিকাদের বিষ খেতেও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সকলেই প্রতিবাদী বলে মন্তব্য করেছেন বিজেপির এই বর্ষীয়ান সাংসদ তথা নেতা। 

আরও পড়ুন- হঠাৎ পদত্যাগ কেন অর্পিতার? বিস্ফোরক ‘কারণ’ দেখালেন দিলীপ

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস থেকে শুরু করে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিন্স হারি এবং মেগান থেকে শুরু করে অভিনেত্রী কেট উইন্সলেট সহ আরো অনেকেই রয়েছেন এই তালিকায়। ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্র থেকে সেরা ব্যক্তিত্বদের বেছে নিয়ে এক তালিকা প্রস্তুত করে। সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে ব্যবসায়ী, সব ধরনের ব্যক্তিত্ব নিয়ে তালিকা প্রস্তুত করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =