জামদা: কলকাতাকে লন্ডন, দীঘাকে গোয়া বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ গোটা রাজ্যে পরিণত হয়েছে আফগানিস্তান এবং কাশ্মীরে! ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দান থেকে জনসভা করে এভাবেই তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি জয় শ্রীরাম ইস্যু নিয়ম মমতাকে একহাত নিলেন তিনি।
এদিন দিলীপ ঘোষ বলেন, ক্ষমতায় আসার আগে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্তমান রাজ্য সরকার একটিও পূরণ করতে পারেনি। বলা হয়েছিল কলকাতাকে লন্ডন বানাবে, দীঘা কে গোয়া বানাবে, কিন্তু আদতে গোটা রাজ্যকে আফগানিস্তান আর কাশ্মীরের মত বানিয়ে দিয়েছে! দিলীপের কথায়, আজ রাস্তায় বেরোলে মা-বোনেদের আঁচল ধরে টানা হচ্ছে, এদিকে বেকারদের চাকরি নেই। রাজ্য শুধু একটা জিনিস এগিয়ে, খুন এবং ধর্ষণে, মন্তব্য দিলীপ ঘোষের। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান শাসকদল এখন আর ভদ্রলোকের পার্টি নয়, যে কজন ভদ্রলোক বেঁচে ছিলেন তারা সবাই এখন দল ছেড়ে চলে এসেছেন। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে বিধানসভা নির্বাচনে হারাতে হবে, যাতে তারা কেউ ঝাড়গ্রামে ঢোকার সাহস না দেখাতে পারে। সবাই আগতদের এভাবেই তাতালের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এ দিকে দার্জিলিং ইস্যু নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন পাহাড় নাকি হাসছে কিন্তু গত তিন বছর ধরে পাহাড়ে কেউ যেতে পারে না। বিমল গুরুং যে পলাতক ছিল, সে দেশের অন্য কোথাও স্থান না পেয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূলে ঢুকেছে। দিলীপের দাবি, বাংলায় চাকরি নেই তাই যুবকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। সমগ্রভাবে পরিবর্তনের জন্যই বাংলায় বিজেপিকে দরকার। এ জন্য বিজেপিকে ভোট দিয়েই বাংলায় পরিবর্তন আনার ডাক দিলেন তিনি। একই সঙ্গে বলেন, পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য কেউ ব্রাত্য নয়। সবাই লড়ব, সোনার বাংলা গড়ব। সবাইকে গ্রহণ করব।