সিপিআইএম নয়, আসল সর্বহারা বাবুল! চরম কটাক্ষ দিলীপের

সিপিআইএম নয়, আসল সর্বহারা বাবুল! চরম কটাক্ষ দিলীপের

8b91d81dfbb4e2c99d730c421c169502

কলকাতা: কিছুদিন আগে পর্যন্ত একসঙ্গে তৃণমূল কংগ্রেসের নিন্দা করতেন। কিন্তু এখন একে অপরের দিকে কাঁদা ছুঁড়ছেন। কথা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়র। দলবদল করার পর থেকেই দিলীপের বিরুদ্ধে আক্রমণ করেছেন বাবুল। আর দিলীপ নিজেও পাল্টা আক্রমণ করেছেন তাঁকে। সেই রেশ আপাতত বহাল। আর এবার দিলীপ ঘোষ বাবুলের সঙ্গে তুলনা করলেন সিপিআইএমের!

ত্রিপুরার পুরসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্য উত্তপ্ত। সেখানে দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যেও প্রতিবাদ দেখা দিয়েছে। নেতা বাবুল সুপ্রিয় এই প্রতিবাদে সামিল হয়েছেন তাই প্রাক্তন বিজেপি মন্ত্রীকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। সিপিআইএমের প্রসঙ্গ টেনে দিলীপ বললেন, আসল সর্বহারা সিপিআইএম নয়, বাবুল সুপ্রিয়! আসলে কলকাতা পোর্ট ডিসি অফিসের সামনে চায় পে চর্চা অনুষ্ঠান হয় এবং সেখানে উপস্থিত হয়ে বাবুল সুপ্রিয়কে এক হাত নিলেন দিলীপ। তিনি বলেন, বাংলায় বেইমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী বাবুল সুপ্রিয়র ওপর ভরসা করেছিলেন কিন্তু তিনিও বেঈমানি করেছেন। দিলীপের কথায়, আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাবুল সুপ্রিয়কে নিজের তৃণমূল বিরোধী গাওয়া গান নিজেকেই শুনতে হচ্ছে। আসলে কিছুদিন আগেই ত্রিপুরাতে সভা করেছিলেন বাবুল সুপ্রিয় এবং সেখানেই তাঁর গাওয়া তৃণমূল বিরোধী গান বেজে ওঠে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঠাট্টা-তামাশা কিছু কম হয়নি।

দলে একসঙ্গে থাকতে ও অনেক সময় বাবুল এবং দিলীপ দ্বৈরথ দেখা গিয়েছে। তাই মনে করা হয়েছিল যে দলবদল করার ফলে তাদের দুজনের মধ্যে দ্বৈরথ অব্যাহত থাকবে এবং সেটাই হচ্ছে। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিতে চাননি বাবুল সুপ্রিয়। বরং তিনি বলেন, দিলীপ ঘোষ যাবেন সেটা সবাই উপভোগ করেন সারাদিন ধরে তাই তিনি কী বললেন তাতে কিছু এসে যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *