অভিষেককে ইডি তলবে ‘উচ্ছ্বসিত’ দিলীপ! বাড়ি নিয়ে খোঁচা

অভিষেককে ইডি তলবে ‘উচ্ছ্বসিত’ দিলীপ! বাড়ি নিয়ে খোঁচা

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও নোটিশ পাঠিয়ে নয়াদিল্লিতে তলব করা হয়েছে। এই ইস্যুতে কার্যত উচ্ছ্বসিত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কান ধরে টানা হয়েছে এখন। 

দিলীপের কথায়, ‘ভাইপোর’ ১২ কোটির বাড়ি কথা থেকে এসেছে তা সবাই জানেন। আর তাই নির্বাচনে খানিকটা উত্তরও দিয়েছেন অনেকে। তিনি আরও বলেন, এতদিন ঘরে খাচ্ছিলেন, আরাম করছিলেন। এখন কান ধরে টান মেরেছে বলে মনে পড়েছে। দিলীপ এই ইস্যু তো বটেই, ত্রিপুরা ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি। বলেন, সিপিএম আগে বাঙালিকে বদনাম করেছে, এখন তৃণমূল বোঝাচ্ছে যে তাঁরা দাঙ্গা করতে পারে। এটাই প্রমাণ করছে তাঁরা। মমতা এবং অভিষেক দুজনকেই খোঁচা দিয়ে দিলীপের বক্তব্য, ত্রিপুরায় আগে খাতা খুলে দেখাক তৃণমূল, জয় তো পরের কথা।

উল্লেখ্য, অভিষেক এবং রুজিরাকে নয়াদিল্লিতে তলব করা হলেও তাৎপর্যপূর্ণভাবে দুজনকে আলাদা আলাদা দিনে ডেকে পাঠানো হয়েছে। ১ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে এবং ৬ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি কয়লা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে খবর। তাদের তিনজনকে আবার ৮, ৯, ১০ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে। যে তিনজন আইপিএস অফিসারকে ডাকা হয়েছে তারা হলেন, সেলভা মুরুগান, শ্যাম সিং এবং জ্ঞানবন্ত সিং। এর আগে এই কয়লা কান্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =