কলকাতা: নারীদের নিয়ে আলাদা করে কোনও দিন পালন করতে হবে না৷ এটা বিদেশি সংস্কৃতি৷ সোমবার আন্তর্জাতিক নারী দিবস নিয়ে এমনটাই মত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাশাপাশি, তিনি এদিন রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন৷ তার সাফ বক্তব্য, “এটা খুবই নিন্দনীয় যে এই রাজ্যে মহিলারা একেবারেই সুরক্ষিত নয়। এটা নিয়ে আমাদের ভাবতে হবে৷”
সোমবার ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিধাননগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, “একদিনের জন্য কিছু পালন করা বিদেশি সংস্কৃতি। তাই নারীদের নিয়ে আলাদা করে কোনও দিন পালন করতে হবে না। দশকের পর দশক ধরে দেশে মহিলাদের সম্মান নিয়ে আসা হয়েছে। আমরা পুরুষদের আগে মহিলাদের রাখি। আমরা বলি সীতারাম, রাধাকৃষ্ণ। মহিলাদের নিয়ে আলাদা করে একটি দিন পালন করলে তাদের অসম্মান করা হয়৷ এটি বিদেশের সংস্কৃতি৷”
পাশাপাশি, এদিন বাংলায় নারীরা সুরক্ষিত নয় বলেও দাবি করেন তিনি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরপ্রদেশ-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “বাংলার মেয়েরা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত। এ রাজ্যের মেয়েরা সারারাত রাস্তায় ঘুরতে পারে।” কিন্তু দিলীপের পাল্টা দাবি, “এটা খুবই নিন্দনীয় বাংলায় নারীরা সুরক্ষিত নয়। মহিলাদের সুরক্ষা আর নিরাপত্তা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। মহিলারাই আগামী প্রজন্ম তৈরি করেন। তারাই ভবিষ্যৎ তৈরি করেন।”
অন্যদিকে, রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশ মঞ্চে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিজেপির যোগের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তবে কি বিজেপির তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী? এই নিয়ে সরাসরি অভিনেতাকে জিজ্ঞেস করা হলেও ধোঁয়াশা কাটেনি। সোমবার এই প্রশ্নে মুখ ফিরিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। দিলীপবাবু জানিয়েছেন, “এটা আমার হাতে নেই। দল ঠিক করবে তিনি প্রার্থী হবেন কি না। গতকালই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আমি জানি না বাংলার মুখ কে। মানুষ ঠিক করবেন, মুখ কে।