লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস! শুভেন্দুর সুরেই খোঁচা দিলীপের

লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস! শুভেন্দুর সুরেই খোঁচা দিলীপের

4953c8c4d5332fd6cde7921ff591b414

কলকাতা: কলকাতা সহ রাজ্যের জল যন্ত্রণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতার সরকারকে একহাত নিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছিলেন যে, এখন রাজ্যে ‘দুয়ারে নর্দমা’ প্রকল্প চলছে। এবার কার্যত সেই একই সুরে সুর মেলালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন যে, কলকাতা লন্ডন হওয়ার ছিল, কিন্তু এখন ভেনিস হয়ে গেছে। সব জায়গা ভাসছে। 

দিলীপের বক্তব্য, ‘দিদিমণি’ দিল্লি গিয়েছেন আর এদিকে কলকাতা লন্ডনের বদলে ভেনিস হয়ে গেছে। বাস থেকে জলে ঝাঁপ দিয়ে নামতে হচ্ছে, যাত্রীরা সাঁতার কাটছেন, এই দৃশ্য কলকাতায় দেখতে হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও একহাত নিতে ছাড়েননি তিনি। মন্তব্য করেছেন, সিবিআই গ্রেফতার করার সময় তিনি বলেছিলেন যে, কলকাতার মানুষকে বাঁচাতে পারলেন না, বাঁচাতে দেওয়া হল না। কিন্তু এখন তো কেউ গ্রেফতার নয়, বাড়িতেই আছেন, তাহলে শহরবাসীর এই দুর্দশা কেন। প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। প্রসঙ্গত, গতকাল এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- শুনানি হল না, পিছিয়ে গেল রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলা

তাঁর বক্তব্য ছিল, কলকাতাকে আদর্শ নগরী বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শহর এবং দক্ষিণবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস দলকে ভরসা করে ভোট দিয়ে তাদের ক্ষমতায় এনেছে। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে কোথায় ভুল হয়েছে। এখন দক্ষিণবঙ্গের এবং কলকাতার মানুষ বুঝতে পারবেন যে তারা কাকে ভোট দিয়ে জিতিয়েছেন। শুভেন্দুর কথায়, কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল, আর এখন এখানে দুয়ারে নর্দমা প্রকল্প চালু হয়েছে! এর আগে ইয়াসের সময় বলা হচ্ছিল দুয়ারে গঙ্গা, আর এখন রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে নর্দমা পৌঁছে যাচ্ছে। রাজ্য সরকারকে চরম কটাক্ষ করে তিনি বলেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার আগেই এই প্রকল্প শুরু করে দিয়েছে রাজ্য সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *