পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন, BJP-কে এত ভয়? মমতাকে কটাক্ষ দিলীপের

পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন, BJP-কে এত ভয়? মমতাকে কটাক্ষ দিলীপের

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে ভবানীপুরে ভোট প্রচারের তোড়জোড়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে নামছেন এক ঝাঁক নেতা মন্ত্রী৷ যা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কটাক্ষ করে দিলীপবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন! বিজেপি’কে এত ভয়? 

আরও পড়ুন- বাড়িতে পুজো সেরে ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা

প্রতিদিনের মতো শুক্রবার সকালেই ইকো পার্কে প্রাতভ্রমণে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ কটাক্ষ করেন উপনির্বাচনে তৃণমূলের প্রচার তৎপরতা নিয়ে৷ দিলীপ ঘোষ বলেন,  আমরা পুরোপুরি লড়াই করব৷ আমরা এখনও নামিনি। আমাদের প্রার্থী ঘোষণার আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। বিজেপিকে কতটা ভয় পাচ্ছেন তা বোঝাই যাচ্ছে৷ 

আরও পড়ুন- ভবানীপুরে প্রচার করবেন বিজেপির ‘তারকারা’, নাম রয়েছে বাবুলেরও!

উল্লেখ্য, শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্ট ডাউন৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হবে উপনির্বাচন৷ এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাম প্রার্থী শ্রীজীত বিশ্বাস এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এদিকে, দলের কর্মিসভা থেকে কোমর বেঁধে প্রচারে নেমে পরার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। গত নির্বাচনে তার মধ্যে ৬টিতেই এগিয়েছিল তৃণমূল। বাকি দুটিতে লিড পায় বিজেপি।  এবার লক্ষ্য আটে আট৷ প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে ববি হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, দেবাশিস কুমারের মতো বড় বড় নেতাদের হাতে৷ যা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 18 =