কলকাতা: ছাত্রী হোস্টেলে ঢুকে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর হামলা সাজানো৷ লাল রঙ দেওয়া হয়েছে কি না, দেখা উচিত৷ জেএনইউ হামলার ঘটনায় ফের বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
আজ সোমবার রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক থেকে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘জেএনইউয়ের ঘটনা সাজানো বলে জানা গিয়েছে৷ যাঁরা এই আন্দোলনকে হাওয়া দেওয়ার জন্য চক্রান্ত করেছেন, আমার মনে হয়, পুলিশ ওখানে সঠিক তদন্ত শুরু করেছে৷ এফআইআর দায়ের হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে৷ ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ তা না হলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরের লোক ঢুকল কী ভাবে৷ কেন মুখে কাপড় বেঁধে ছাত্র-ছাত্রীদের খুঁজে খুজে মারা হল? তারপর লোকগুলো গায়েব হয়ে গেল কোথায়? আমার মনে হয়, ওই ছেলেদের এটাই কোথাও লুকিয়ে রেখেছে যারা এদেরকে বাইরে থেকে নিয়ে এসেছিল৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ সত্য সামনে আসবে৷ কিন্তু এই একটা ঘটনায় কেন্দ্র করে দেশজুড়ে হইচই শুরু হয়েছে৷ কারণ, কারো মাথায় রক্ত পড়েছে নাকি লাল রঙ দেয়া হয়েছে, এটা পরীক্ষা হয়নি৷ এটা নিয়েই সারা ভারতবর্ষের তুলকালাম করার চেষ্টা করা হচ্ছে৷ আমার মানে হচ্ছে, কমিউনিস্টরা অস্তিত্বহীনতায় ভুগছে৷ একটি পরিষ্কার বোঝা যাচ্ছে৷’’
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি স্পষ্ট করে বলতেদীলিপবাবুকে বলতে চাই, তিনি একটি মানবিক হন৷ যে কায়দায় তাঁদের মিটিং হচ্ছে বলে এম্বুলেন্স ঘুরিয়ে দিতে বলছেন, দিলীপ ঘোষ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ৷ অত সহজ নয়৷ এরপর দেখবেন লোকে সবকিছু ভেঙে দেবে৷ এখানে কি বাহুবলি সিনেমা দেখাচ্ছেন? মানুষকে অপমান করছেন৷ বুদ্ধিজীবীদের অপমান করছেন৷ ছাত্র ছাত্রীদের আন্দোলন কে অপমান করছে৷ রং মেখে তারা আন্দোলন করছে৷ আপনি একটু রঙ মেখে রাস্তায় গিয়ে মার খেয়ে আসুন৷