আসানসোল: বাংলা জঙ্গিদের আঁতুড়ঘর, এমন কথা এর আগেও বলতে শোনা গিয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এবার খাস কলকাতা থেকে জেএমবি জঙ্গির ধরা পড়ার পর ফের একবার রাজ্য সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে বললেন, জঙ্গিদের সেফ সেন্টার হল বাংলা।
এদিন আসানসোলে সাংগঠনিক বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রেফতার হওয়া জেএমবি জঙ্গির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সারা ভারত বর্ষ থেকে তাড়া খেয়ে বাংলায় জঙ্গিরা চলে আসে কারণ এটা জঙ্গিদের সেফ সেন্টার। কোথাও কোনো অসুবিধা হলে দিদির বাড়ি আছে! এমন ভাবেই সরাসরি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি ফের একবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ থেকে এই রাজ্যে এসে গা ঢাকা যায় প্রচুর জঙ্গি। তবে শুধু বাংলাদেশ থেকে নয় দেশের একাধিক রাজ্য থেকেও জঙ্গিরা তাড়া খেয়ে এখানে আসে কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য নিরাপদ জায়গা। দিলীপের এই মন্তব্য যে ফের একবার অনুপ্রবেশকারী ইস্যু আরো প্রকট ভাবে সামনে তুলে দিল তা অস্বীকার করা যায় না। কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। এখন জঙ্গি ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই বিজেপি এই ইস্যুতে আরো মাথাচাড়া দিয়ে উঠেছে।
আরও পড়ুন- দার্জিলিং কেউ ভাগ করতে পারবে না! ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে গর্জে উঠলেন বিমান
উল্লেখ্য, কিছুদিন আগেই শহরের নিউটাউনে শুট আউট হয় এবং পঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী পুলিশের গুলিতে মারা যায়। সেই সময়ও বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে বাংলায় ভিন রাজ্যের দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে। আর এবার তিন জেএমবি জঙ্গি গ্রেফতার করার পর ফের একবার এই অনুপ্রবেশকারী ইস্যু খাড়া করছে বঙ্গ বিজেপি। এদিকে, এই জেএমবি জঙ্গি ইস্যুতে তদন্তকারীদের আশঙ্কা, বাংলাদেশি জেল থেকে জামিন পাওয়া এমন ৪০ জঙ্গি গা ঢাকা দিয়ে থাকতে পারে এই রাজ্যে।