উচ্চ মাধ্যমিকে তোষণ! গুরুতর অভিযোগ দিলীপের

উচ্চ মাধ্যমিকে তোষণ! গুরুতর অভিযোগ দিলীপের

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক বিতর্ক সামনে এসেছে। একদিকে যেমন সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রীর ধর্ম উল্লেখ হওয়াতে বিতর্ক, অন্যদিকে আবার অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতির মধ্যে এবার মূল্যায়ন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করলেন যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তোষণ রাজনীতি করেছে সরকার।

দিলীপের কথায়, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এদিকে মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে মূল্যায়ন হয়েছে সেটাই পরিষ্কার নয়। এই প্রেক্ষিতে তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন যে, কোন একটি বিশেষ সম্প্রদায়ের মেয়েকে প্রথম করার জন্যই হয়তো এই ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতে বদ্ধপরিকর সরকার। সেই কারণেই ফল ঘোষণার সময় পড়ুয়ার ধর্ম উল্লেখ করা হয়েছে। দিলীপের আরও বক্তব্য, করোনাভাইরাস পরিস্থিতির জন্য যখন এবার পরীক্ষায় হল না তখন কিসের ভিত্তিতে মূল্যায়ন করল রাজ্য সরকার। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুললেন তিনি। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রীর নাম না বলে ‘মুসলিম’ বলে বিতর্কে জড়িয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস।

আরও পড়ুন- ডোম পদে আবেদন ইঞ্জিনিয়রদের, প্রতি বছর বেঙ্গল সামিটের পর চাকরি কোথায়? প্রশ্ন দিলীপের

সংসদ প্রধান মহুয়া দাসের মন্তব্যের নিন্দা করে টুইটারে সক্রিয় হন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। তবে বিষয়টি নিয়ে বিতর্ক না করার আবেদন জানিয়েছে রুমানা। যদিও সে মনে করে ‘‘মুসলিম না বলে একজন ছাত্রী বললেই বেশি ভাল হত। তবে এটা নিয়ে কোনও বিতর্ক কাঙ্খিত নয়।” কিন্তু, না রুমানার আবেদনেও থামেনি বিতর্ক। অন্যদিকে, আবেগের বশেই গতকাল উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রুমানা সুলতানার নাম ঘোষণার আগে মুসলিম কন্যা বলে ফেলেছেন বলে সাফাই দিয়েছেন সংসদের সভাপতি মহুয়া দাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 4 =