কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই পুজো নিয়ে ব্যাপক উৎসাহ দেখিয়েছিল বিজেপি কিন্তু চলতি বছর তেমন উৎসাহ দেখা যাচ্ছে না গেরুয়া শিবিরে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গাপুজো নিয়ে উৎসাহিত হলেও তাতে খুব বেশি আমল দিচ্ছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এবার এই নিয়ে পদ্ম বাহিনীর অন্দরেই যেন দ্বন্দ্ব তীব্র হয়েছে। প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতিদের মধ্যে এমন মতানৈক্য স্বাভাবিকভাবে অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। অন্যদিকে রয়েছে বাঙালির আবেগ এবং তার প্রতি আঘাত দেওয়ার একটা সম্ভাবনা। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ।
দিলীপের বক্তব্য, পুজোর নিয়ম অনুযায়ী পুজো হওয়া উচিত কিন্তু ভোট দেখে পুজো করা উচিত নয়। পুজো নিয়ে তাঁর কোনো আপত্তি নেই, সকলে মিলে পুজো করতে পারে কিন্তু ভাইরাস পরিস্থিতির মধ্যে এবারেও যেহেতু বড় পুজো হচ্ছে না তাই ছোট করে পুজো হলেই ভালো হবে বলে মত তাঁর। যদিও প্রথম থেকেই দুর্গাপুজো নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। দিলীপের কথায়, পুজো করাটা কোন রাজনৈতিক দলের কাজ নয় তাই তিনি প্রথম থেকেই এর পক্ষে ছিলেন না। যদিও গত বছর সল্টলেকে বিজেপির তরফ থেকে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছিল। তবে চলতি বছর সেই ভাবে উৎসাহ দেখা যাচ্ছে না। তবে এমনও শোনা গিয়েছে, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রবল ইচ্ছে দুর্গাপুজোর।
এদিকে আবার আজ মহালয়া উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে বার্তা দিয়েছেন। টুইট করে তিনি লিখেছেন, “আমরা মা দুর্গার কাছে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ চাই যাতে সকলে ভালো থাকে এবং সুস্থ থাকে। আগামী দিনে সবাই আনন্দে থাকুক এবং সকলের স্বাস্থ্য ভালো থাকুক।”
Shubho Mahalaya!
We bow to Maa Durga and seek her blessings for the well-being of our planet and the welfare of our citizens. May everyone be happy as well as healthy in the times to come.
— Narendra Modi (@narendramodi) October 6, 2021