কলকাতা: বিতর্কিত মন্তব্য করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমতুল্য হয়তো আর কেউ নেই বঙ্গ রাজনীতিতে। নির্বাচনী আবহে একের পর এক বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি, এমন অভিযোগ বারংবার করেছে বিরোধীরা। এবার আরো একবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল তাঁকে, যদিও এবারে তাঁর নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধেই। বিজেপি কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নির্দেশ দিলেন তিনি! একই সঙ্গে তার বাড়ির সামনে মলত্যাগ করে আসতে বলেও উত্তেজনা সৃষ্টি করেছেন দিলীপ ঘোষ।
আসলে খড়্গপুরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় জল যন্ত্রণা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানকার বাসিন্দারা স্থানীয় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এই অভিযোগ পাওয়ার পরেই মেজাজ হারান দিলীপ। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন, বাসিন্দাদের উচিত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা এবং তার বাড়ির সামনে নোংরা ফেলে আসা। দিলীপ ঘোষের এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসেছে এই মন্তব্যের ফলে। অবশ্যই বিজেপির আদি নেতারা এই মন্তব্যকে একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না। অনেকে বলছেন নির্বাচনে হেরে গিয়ে হয়তো দিলীপ ঘোষের মাথা কাজ করছে না।
নাগাদের বেশ কয়েক দিনের বৃষ্টির ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনো পর্যন্ত জলমগ্ন এবং জল নামার কোন পরিস্থিতি তৈরি হচ্ছে না। এই প্রেক্ষিতে একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিয়েছেন। রাজ্যের জল যন্ত্রণা প্রসঙ্গে কটাক্ষ করতে শোনা গেছে তাদেরকে। কিন্তু এবার এই জল জমছে না নিয়ে যে নিজেকেই ক্ষোভের মুখে পড়তে হবে তা হয়তো আশা করেননি বিজেপি রাজ্য সভাপতি। ফলে স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ায় নিজেকে আর সামলাতে পারেননি তিনি। মনে করছেন বিশেষজ্ঞরা।