কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে ভোট এবং ৩ অক্টোবর ফলাফল ঘোষণা। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হবেন সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রার্থী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন রুদ্রনীল ঘোষ এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন যে দল চাইলে তিনি প্রার্থী হতে পারেন ভবানীপুরে। কিন্তু তাঁর ব্যাপারে খুব একটা সম্মতি প্রকাশ করলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন- একতারা হাতে ভবানীপুরে প্রচারের সুর বাঁধলেন মদন, দেওয়ালে লিখলেন মমতার নাম
মেদিনীপুর শহরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, শুভেন্দু অধিকারী একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে তাহলে আর কতবার হারাবে? একই লোক বারবার হারাবে না, এবার অন্য কেউ হারাবে! অর্থাৎ একদিকে দিলীপ ঘোষ যেমন ইঙ্গিত দিলেন যে ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হচ্ছেন না, অন্যদিকে পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা দিলেন যে প্রার্থী যেই হন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবেন! এর আগে অবশ্য ভবানীপুর উপনির্বাচন নিয়ে দিলীপের বক্তব্য ছিল, রাজ্যে পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু একমাত্র ভবানীপুরের জন্য দিন ঘোষণা কেন হল? নির্বাচন কমিশন কোনরকম ভাবে প্রভাবিত কিনা, প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন- খাবার নষ্ট করায় নির্মম শাস্তি! ৩ বছরের শিশুর সারা গায়ে গরম খুন্তির ছ্যাঁকা দিল মা
এদিকে ভোটের দিন ঘোষণা হতেই ভবানীপুর, শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল৷ ভবানীপুরের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে তাদের প্রার্থী যথাক্রমে আমিরুল ইসলাম এবং জাকির হোসেন। কিন্তু ভবানীপুরে বিজেপি’র প্রার্থী কে? তা এখনও ঠিক করতে পারেননি দল৷ এই পরিস্থিতিতে উত্তেজনার পারদ চড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, দল চাইলে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াতে প্রস্তুত তিনি৷