রাজ্য ভাগের বিরুদ্ধে বিজেপি, উত্তরবঙ্গ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

রাজ্য ভাগের বিরুদ্ধে বিজেপি, উত্তরবঙ্গ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

54c095451ffaa8c5fda6ceec4fcf5086

কলকাতা: বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে বলে আক্রমণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি রাজ্য ভাগের একেবারে বিরুদ্ধে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি কখনো করেনি ভারতীয় জনতা পার্টি শিবির।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, রাজ্য ভাগের কোনো ইস্যু বিজেপি শিবিরের কাছে নেই এবং কোন দিন ছিল না। বিজেপি কখনো রাজ্যে ভাগের দাবি করেনি। তৃণমূল কংগ্রেস এইভাবে একাধিক ভুয়ো ইস্যু বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দিলীপের কথায়, পশ্চিমবঙ্গকে ভাগ করে দিয়ে বা কোনো নির্দিষ্ট জেলাকে ভাগ করে আলাদা রাজ্য নির্ধারিত করার কোন পরিকল্পনা নেই ভারতীয় জনতা পার্টি শিবিরের। এই প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন, সংবাদমাধ্যমের একাংশকে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গতকাল সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ভাগ ইস্যু নিয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কোন পার্থক্য নেই। পশ্চিমবঙ্গ হল পশ্চিমবঙ্গ। বিজেপি যেমন চাইছে তেমনভাবে ‘ডিভাইড এন্ড রুল’ তিনি করতে দেবেন না কখনো। 

মমতার আরও বক্তব্য ছিল, বিজেপি চাইছে জলপাইগুড়ি বিক্রি করে দেবে, আলিপুরদুয়ার বিক্রি করে দেবে কিন্তু সেটা অত সহজ নয়। তিনি থাকতে বাংলাকে ভাগ হতে দেবেন না বলে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে চরম আক্রমণ করে তিনি বলেন, আগে যেন তারা দিল্লি সামলায় তারপরে বাংলা সামলাতে আসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *