কলকাতা: করোনা পরিস্থিতিতে একদিকে মুখ্যমন্ত্রী বারবার 'টাকা নেই' বলে উল্লেখ করছেন, অন্যদিকে রাজ্যের হাজার হাজার ক্লাবে কয়েকশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনই অভিযোগ উঠেছিল। ‘আরামবাগ টিভি’ নামে একটি সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করতেই সাংবাদিকদের পাঠানো হয়েছে নোটিস৷ এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷
রাজ্যে অন্যায়ের ঘটনা নতুন নয় বলেই উল্লেখ করেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘করোনা পরিস্থিতি আমরা সবাই মোকাবিলা করছি। মুখ্যমন্ত্রী বারবার টাকা নেই টাকা নেই বলছেন। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলছেন। আর সেই সময়ে দাঁড়িয়ে ক্লাবে টাকা দেওয়ার মাধ্যমে কী সেবা হবে, কী লাভ হবে আমার জানা নেই। এটা তো টাকার অপব্যবহার বলেই মনে হচ্ছে। আমরা প্রতিবাদও করেছি। ১৩০০ কোটি টাকা দেওয়া হচ্ছে ক্লাবগুলিতে। কী কারণে করা হচ্ছে এটা? আর এই সময়েই বা কেন করা হচ্ছে? হয় আগে দিন, নয় পরে দিন। যদি আপনার কাছে টাকা না থাকে, এই সময়ে দিচ্ছেন কেন?'
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘এই সঙ্কটজনক পরিস্থিতিতে সব সাংসদদের নির্ধারিত ৫ কোটি টাকা, যা স্থানীয় উন্নয়নের জন্য বরাদ্দ, তা করোনা মোকাবিলায় দেওয়ার কথা বলেছেন তিনি। আমরা নির্দেশমতো দিয়েওছি।’’ পরিস্থিতি ক্রমে যেদিকে এগোচ্ছে তাতে এই মুহূর্তে জনসাধারণকে আর্থিক সাহায্য, রেশন দেওয়া দরকার এই সময়৷ উন্নয়নের চেয়েও মানুষের বেঁচে থাকাটা বেশি জরুরি বলেই মনে করেন তিনি৷
বিভিন্ন মিডিয়াকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিজেপি-র রাজ্য সভাপতি৷ তিনি বলেন, ‘‘আমার কাছে খবর আছে, শ'য়ে শ'য়ে মৃতদেহ লুকিয়ে পোড়ানো হচ্ছে অথবা কবর দেওয়া হচ্ছে৷’’ এছাড়াও, ‘‘হাসপাতালে মৃতদেহেরকে স্তূপ হয়ে গেছে৷’ কে, কোথায় মারা যাচ্ছেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে কোনও খবরও পাচ্ছে না কেউ। মানুষের মনে এই সন্দেহ, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সেগুলি ভিডিও অডিওর মাধ্যমে আমাদের কাছে আসছে৷ আমরা সেগুলি যদি মানুষের কাছে তুলে ধরি, তা কি অপরাধ? অথচ বুধবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াকেও ধমকেছেন এই কারণে’’, মন্তব্য দিলীপ ঘোষের৷
জানা গিয়েছে, সম্প্রতি আরামবাগ টিভি নামের একটি স্থানীয় চ্যানেল ‘ক্লাবে অনুদান’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে৷ নেটপাড়ায় ভাইরাল হয় ভিডিওটি৷ বিজেপি বেঙ্গল পেজেও ওই ভিডিও শেয়ার করা হয়৷ ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক৷ এবার সেই বিতর্কের আবহে খোদ সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের তরফে ধরানো হয়েছে নোটিস, এমনই দাবি করেছে ‘আরামবাগ টিভি’ কর্তৃপক্ষ৷ আরামবাগ টিভির পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের সহযোগিতার বার্তা দিয়েছেন দিলীপ৷