বাবুলকে ‘ব্যাঙ’, আর তৃণমূলকে ‘ডোবা’র সঙ্গে কেন তুলনা করলেন দিলীপ?

বাবুলকে ‘ব্যাঙ’, আর তৃণমূলকে ‘ডোবা’র সঙ্গে কেন তুলনা করলেন দিলীপ?

শান্তিপুর: বাবুল সুপ্রিয়র আক্রমণের জবাব দিলেন দিলীপ ঘোষ। সম্প্রতি নদিয়া সফরে প্রচারে এসে বিজেপি দলকে কাঁকড়ার সঙ্গে তুলনা করেছিলেন। তারই প্রেক্ষিতে এদিন বাবুলকে ব্যাঙের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি৷ শনিবার শান্তিপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সেখানেই প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘তাহলে উনি কি? যখন বিজেপিতে ছিলেন তখন ব্যাঙ হয়েছিলেন? সেই কারণেই তাকে সমুদ্র ছেড়ে ছোট ডোবায় ঝাঁপ দিতে হয়েছে!’’ স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ, বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীনও দু’জনের সম্পর্কে ছিল অত্যন্ত অম্লমধুর৷ স্বাভাবিকভাবেই পাল্টা হিসেবে বাবুল কি বোমা ছোঁড়েন সেদিকেই সকলে চোখ রাখছেন৷

প্রসঙ্গত, একদা মোদী-শাহের ঘনিষ্ঠ বৃত্তে থাকা বাবুল সুপ্রিয় দলবদলে এখন তৃণমূলে৷ তারপর থেকেই গেরুয়া শিবিরকে আক্রমণ করে নানান কথা বলছেন তিনি৷ নদিয়ায় ভোট প্রচারে এসে দিন কয়েক আগে বিজেপি দলকে কাঁকড়ায় ভরা দল বলে কটাক্ষ করেছিলেন বাবুল। বলেছিলেন, ‘‘কাঁকড়ায় ভরা বিজেপি!’’ তারই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ৷

একই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘শান্তিপুরের উপনির্বাচনে আমরা ১০০ শতাংশ জয় লাভ করছি। আমাদের সর্বশক্তি দিয়ে শান্তিপুরে আমরা লড়াই করব।’’ দল ভাঙনের প্রসঙ্গে তিনি বলেন,‘‘শুধুমাত্র কয়েকজন কর্মী তারা শাসকদলের চোখরাঙানির ভয়ে দল ছেড়ে চলে যাচ্ছেন। কেউ কেউ আবার ভয়ে বাড়িতে বসে থাকছেন। এই ঘটনায় দলের জয়ের কোনও প্রভাব পড়বে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =