‘বেসুরো’দের নিয়ে নাড্ডার কাছে নালিশ দিলীপের! পদক্ষেপের হুঁশিয়ারি

‘বেসুরো’দের নিয়ে নাড্ডার কাছে নালিশ দিলীপের! পদক্ষেপের হুঁশিয়ারি

নয়াদিল্লি: বাংলায় নির্বাচনে হারের পর বঙ্গ বিজেপির নেতৃত্বে দিনের পর দিন অস্বস্তি বাড়ছে। একে একে বেসুরো মন্তব্য করছেন অনেকেই। এতদিন ঘাসফুল শিবির থেকে আসা নেতাদের নিয়ে অস্বস্তি ছিল, সম্প্রতি সাংসদ বাবুল সুপ্রিয়র মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। তাই সামগ্রিকভাবে যাতে বেসুরোদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সেই প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কার্যত নালিশ করলেন। আজ দিল্লিতে বিজেপির এই শীর্ষ নেতার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ, প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় দুজনের।

বৈঠক শেষে পরবর্তী ক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নির্বাচন পরবর্তী ক্ষেত্রে বাংলার মানুষ কেমন আছেন এবং পার্টির কাজকর্ম কেমন চলছে তাই নিয়েই আজকের আলোচনা হয়েছে দুজনের। যদিও একই সঙ্গে বেসুরোদের নিয়েও তিনি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, দলের কেউ কেউ পার্টির মতান্তর নিয়ে ভাবনা চিন্তা না করেই প্রকাশ্যে মন্তব্য করে ফেলছে যাতে দলের ওপর প্রভাব পড়ছে। পুরনো শৃঙ্খলাবদ্ধ কর্মীদের মনে খারাপ প্রভাব দলের আদতে ক্ষতি করেছে বলে মত দিলীপের। সেই প্রেক্ষিতেই গোটা বিষয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বলেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিলীপ। 

আরও পড়ুন: বেড়াতে যাওয়া‌ আর সহজ হবে না সৈকত শহরে, দীঘায় কড়া নিয়ম

সাম্প্রতিক সময়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে বাবুল সুপ্রিয় বিরূপ মন্তব্য করেছেন দল এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রসঙ্গে। একেবারে নাম করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোঁজ দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। এদিকে যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে আদতে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা এই বিষয়ে কথা বলতে গিয়ে দিলীপ জানান, শো কজ করা হবে কিনা সেটা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত নেবে তবে এই বিষয়ে তাদের সঙ্গে কথা চলছে বলে জানান তিনি। যদিও দিলীপের প্রচ্ছন্ন হুঁশিয়ারি, নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে শৃঙ্খলা রক্ষা কমিটি। 

আরও পড়ুন: নিট পরীক্ষা ১২ সেপ্টেম্বর, হয়ে গেল ঘোষণা

উল্লেখ্য, এখন আবার গুঞ্জন যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় টুইটারে তৃণমূল কংগ্রেস এবং মুকুল রায়কে ফলো করা শুরু করেছেন। অন্যদিকে আবার বিস্ফোরক মন্তব্য করে সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা জানিয়েছেন, সৌমিত্র নাকি বেশী দিন একদল করতে পারে না। সব মিলিয়ে অস্বস্তি চূড়ান্ত বঙ্গ গেরুয়া শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 3 =