‘ছাঁটাই’ কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী, শক্তি দেখালেন দিলীপ, বঙ্গ বিজেপির দ্বন্দ্ব আরও স্পষ্ট

কলকাতা: লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অলিন্দে ক্ষমতা দখলের লড়াই? নিঃশব্দেই সুকান্ত মজুমদারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। বসে যাওয়া, উপেক্ষিত, আদি নেতা-কর্মীদের নিয়েই এবার ‘রাজনৈতিক’ শক্তিপ্রদর্শনে নামলেন প্রাক্তন রাজ্য সভাপতি। দলের রাজ্য নেতৃত্ব সোমবার পর্যন্ত বিজয়া সম্মিলনীর আয়োজন করে উঠতে পারেনি। অথচ তাঁদের নাকের ডগা দিয়ে নিজের ‘অনুগামী’দের নিয়ে ঘটা করে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সেরে ফেললেন মেদিনীপুরের সাংসদ। সোমবার বিকেলে পুরনো কর্মী-সমর্থকদের নিয়ে গেরুয়া শিবিরের ‘আদি’ সদর দফতরে জলযোগে বিজয়া সারলেন মেদিনীপুরের সাংসদ। কর্মী-সমর্থকদের ভিড়ে বহুদিন পর ফের গমগম করে ওঠে ৬ মুরলী ধর সেন লেনের অফিস৷ যদিও দিলীপ জমানায় এটা ছিল খুবই স্বাভাবিক। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর থেকে তা বদলাতে শুরু করে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর শুরু হয় দিলীপ লবির নেতাদের ‘ছাঁটাই’ পর্ব৷