কলকাতা: আরও গুরুত্ব কমলো বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। সর্বভারতীয় নেতৃত্বের তালিকায় উঠে এল প্রাক্তন তৃণমূল নেতার নাম। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপ ঘোষের নাম নেই। তবে এই সিদ্ধান্তের কারণ কী, সে সম্পর্কে ধোঁয়াশা দেখা দিয়েছে। আর তাঁর পদেই বা কে আসবেন, আবার আদতে কেউ আসবেন কিনা সে নিয়েও প্রশ্ন। তবে ইতিমধ্যেই প্রাক্তন এক তৃণমূল নেতার নাম নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।
দিলীপ ঘোষকে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ধন্দ বেড়েছে পদ্ম শিবিরের অন্দরেই। এক কথায় বলা যায়, বিষয়টি নিয়ে দু’রকম ভাবনা আসছে তাদের মধ্যে। এক পক্ষ মনে করছে, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবে সাংসদ হিসেবে নিজের এলাকায় আরও বেশি জনসংযোগ করার সুযোগ পাওয়া যাবে। তাই দলের সর্বভারতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিলীপ ঘোষকে শুধু সাংসদ হিসেবেই রাখা হয়েছে। তবে এটা আবার অন্য পক্ষ ভাবছে না। অন্য অংশের মতে, অনেক দিন ধরেই দিলীপকে নিয়ে অসন্তোষ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। বিভিন্ন সময়ে তাঁর আলটপকা মন্তব্যের জন্য দলের অস্বস্তি বেড়েছে। তাঁকে চুপ থাকতে বললেও তিনি থাকেননি। এই কারণ অনেকের মনে হচ্ছে এটি শাস্তিমূলক পদক্ষেপ।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গ রাজনীতিতে বিজেপিকে তুলে আনার নেপথ্যে অন্যতম নাম ছিল দিলীপ ঘোষ। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে বঙ্গের রাজনীতিতে তাঁর গুরুত্ব কমতে শুরু করে। তৃণমূল থেকে আসা একাধিক নেতার ভিড়ে তিনি অনুজ্জ্বল হয়ে গিয়েছিলেন দলে। তারপর বঙ্গ সভাপতি পদ থেকে সরানো হয় তাঁকে, এখন সর্বভারতীয় পদ থেকেও তাঁকে সরানো হল। দলীয় স্তর থেকে যাই বলা হোক না কেন, বিরোধী তৃণমূল যে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়বে না, তা স্পষ্ট।