বাড়িতে করোনা আক্রান্ত ৭ জন, তবুও পরীক্ষা করাতে নারাজ দিলীপ ঘোষ

আগেই দিলীপ ঘোষের গাড়ির চালক ও নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিআরপিএফের জওয়ানের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছিল। এবার দিলীপ ঘোষের রাজারহাটের ফ্ল্যাটে থাকা চার জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেও তিনি কোনও করোনার পরীক্ষা করাননি। তিনি সতর্কতার জন্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে দাবি করেছেন। এদিকে আবার তাঁর হোম কোয়ারেন্টাইনে থাকার সময়েই মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তাঁর সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। 

 

কলকাতা:  আগেই দিলীপ ঘোষের গাড়ির চালক ও নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিআরপিএফের জওয়ানের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছিল। এবার দিলীপ ঘোষের রাজারহাটের ফ্ল্যাটে থাকা চার জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেও তিনি কোনও করোনার পরীক্ষা করাননি। তিনি সতর্কতার জন্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে দাবি করেছেন। এদিকে আবার তাঁর হোম কোয়ারেন্টাইনে থাকার সময়ে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তাঁর সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- বাংলায় হবে বিপুল কর্মসংস্থান, বিরাট প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, তাঁর পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের দুই আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরও এক গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, ওই চালক রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। প্রথমে তিন জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। পরে বাকিদের পরীক্ষা করা হলে চার জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। কিন্তু তারপরেও দিলীপ ঘোষ করোনা পরীক্ষা করাননি। তিনি জানিয়েছেন, তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকার কারণে তিনি করোনা পরীক্ষা করাননি।

আরও পড়ুন- করোনাকে বাগে আনতে কলকাতার ওয়ার্ডে শুরু কো-মর্বিডিটি সার্ভে

 এই পরিস্থিতি দিলীপ ঘোষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখান থেকেই ভার্চুয়াল মিটিং করছেন। ফোনে সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। এই হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে আসেন তথাগত রায় বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের তরফে দাবি করা হয়েছে, দুরত্ব রেখেই তাঁরা দেখা করেছেন। নিতান্ত সৌজন্য সাক্ষাৎ। অনেক বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে দিলীপ ঘোষের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − seven =