সাধারণতন্ত্র দিবসে বিজেপি কার্যালয়ে উল্টো জাতীয় পতাকা! রশি হাতে দিলীপ

সাধারণতন্ত্র দিবসে বিজেপি কার্যালয়ে উল্টো জাতীয় পতাকা! রশি হাতে দিলীপ

কলকাতা: দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির লালকেল্লা সহ দেশ ও রাজ্যের একাধিক জায়গায় উত্তোলন করা হল জাতীয় পতাকা। কিন্তু সেই পতাকা এবার উল্টোভাবে উত্তোলিত হল! এই ঘটনার নেপথ্যে আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! কোথায় কিভাবে এমন ‘অস্বস্তিকর’ ঘটনা ঘটল?

মঙ্গলবার সকালেই বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তারা মায়ের পুজো দিয়ে তিনি সাধারণতন্ত্র দিবস পালন ও জাতীয় পতাকা উত্তোলনের জন্য রওনা দেন রামপুরহাট দলীয় কার্যালয়ের দিকে। সেখানে গিয়ে পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন দিলীপ বাবু। আর সেই পতাকা তুলতে গিয়েই ঘটে যায় বিপত্তি। পতাকা তো উত্তোলিত হয়, কিন্তু উল্টোভাবে। আর উত্তোলনের পরেই সেটি নজরে আসে দিলীপ ঘোষের। তারপর দ্রুত ভুল সংশোধন করে সোজাভাবে পতাকা পুনরায় উত্তোলন করা হলেও ততক্ষনে যা হওয়ার তা হয়েই গেছিল। এই ঘটনাকে দিলীপ ঘোষ নিজেই ‘অস্বস্তিকর’ বলে ব্যাখ্যা করেন। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের দেওয়া জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পতাকা তোলার আগে খতিয়ে দেখা হয়নি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গে এটি আমার নজরে আসে এবং দ্রুত আবার ঠিকভাবে পতাকা উত্তোলন করি”। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি কর্মীদের অব্যবস্থা নিয়ে শোরগোল পড়ে গেলেও দিলীপ বাবু বলেন, “পতাকা সজ্জিত করার দ্বায়ীত্বে থাকা কর্মীদের এই ভুল আর কোনোদিন না করার জন্য বলেছি। তবে এই ঘটনায় জাতীয় পতাকাকে অসম্মান করার অভিপ্রায় কারোই ছিল না”। এছাড়াও এই ঘটনার সাফাই গেয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ভুল হয়েছে এবং তা সংশোধনও হয়েছে”।

এই ঘটনাকে বিজেপি তরফে ‘অনভিপ্রেত’ বলে ব্যাখ্যা করা হলেও এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মুহূর্তেই রামপুরহাট বিজেপি কার্যালয়ে উড়তে থাকা উল্টো জাতীয় পতাকার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং চাঞ্চল্য সৃষ্টি হয় মানুষের মধ্যে। রামপুরহাটের মানুষ কি মেনে নেবে পদ্ম শিবিরে এই ‘অনভিপ্রেত’ ভুলের খতিয়ান? নাকি এর জবাব হবে অন্য উপায়ে? কথা বলবে আগামীর রাজনৈতিক সমীকরণ। 

ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *