‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’, দিল্লি থেকে করা বার্তা দিলীপের

‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’, দিল্লি থেকে করা বার্তা দিলীপের

কলকাতা:  কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি৷ রোজই প্রকাশ্যে আসছে নিত্য নতুন সমস্যা৷ এরই মাঝে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ৷ রেয়াত করলেন না কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও৷ নাম না করে তাঁর কড়া হুঁশিয়ারি,  ‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’৷ রাজ্যের প্রাক্তন সভাপতি বর্তমানে জেপি নড্ডার টিমের গুরুত্বপূর্ণ সদস্য। ফলে তাঁর এই কড়া বার্তা আদতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবের প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

আরও পড়ুন-  ডিএ নিয়ে ঘোষণা হয়নি এখনও, মমতার কাছে চিঠি গেল শিক্ষকদের

এদিন রাজঝানী দিল্লিতে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরকে নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী নিজেই দলে নতুন এসেছেন। বিজেপি তাঁকে পদ দিয়েছে, সম্মান দিয়েছে, মন্ত্রী করেছে। তিনি নিজেও একটি সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে এই বিষয়গুলি মাথায় রেখেই সকলের কথা বলা উচিত। বিজেপিতে নির্দিষ্ট কমিটি আছে। তার দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। তাঁরাই পুরোটা দেখবেন।’ 

এদিকে রাজ্য সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পরেই  নতুন করে রাজ্য ও জেলা কমিটি তৈরি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এর পর থেকেই গোষ্ঠী কোন্দলের সূত্রপাত৷ অভিযোগ, এই কমিটিতে মতুয়া বা তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখা হয়নি৷ এছাড়াও কমিটি থেকে বাদ পড়েছেন বহু বর্ষীয়ান নেতা৷ এর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে বিজেপি’র একাংশ৷

এবার বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়ে দিলীপবাবু বলেন, ‘যে কোনও পরিবর্তন হলেই প্রতিক্রিয়া হয়। এখন বিপ্লব করে খবরে থাকার চেষ্টা হচ্ছে। দিল্লির নেতারা এখন অন্য রাজ্যের ভোটপর্ব নিয়ে ব্যস্ত। ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু এই সমস্যা মিটে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার একটি ফ্যাশন শুরু হয়েছে। দলে থাকতে হলে মানিয়ে নেওয়ার মানসিকতাও দরকার। না হলে তা দলীয় শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়বে। সেক্ষেত্রে পার্টি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *