যেমনটা আশা করা হেয়েছিল, তেমনটাই হয়েছে, ভবানীপুরের ফল নিয়ে বিস্ফোরক দিলীপ

যেমনটা আশা করা হেয়েছিল, তেমনটাই হয়েছে, ভবানীপুরের ফল নিয়ে বিস্ফোরক দিলীপ

dilip

কলকাতা: ভবানীপুরে বিজেপি’কে বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভেঙে দিয়েছেন ২০১১ সালের রেকর্ড৷ গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই প্রিয়াঙ্কাকে পিছনে ফেলেন তৃণমূল সুপ্রিমোকে৷ এদিকে পরাজিত হয়েই দলের সংগঠনের খামতির কথা বলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷  অন্যদিকে, দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘যেমন আশা করা হয়েছিল, তেমনই হয়েছে। আমরা তো ওখানে কখনই জিতিনি৷ তবে আমরা লড়াই দিয়েছি।”

আরও পড়ুন- পড়া না পাড়ায় গরম খুন্তির ছ্যাঁকা! ‘আর পড়তে যাব না মা’, অর্তনাদ শিশুর

এখানেই খান্ত হননি বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ তাঁর অভিযোগ, ‘‘ভবানীপুরে নির্বিঘ্নে ভোটের পরিবেশ ছিল না৷ এখানে ভয়ের পরিবেশে ভোট হয়েছে৷  হিংসা হয়েছে, বিরোধীদের আটকানোর চেষ্টা হয়েছে৷ নির্বাচন পুরোপুরি করানো হয়েছে। তাই রেজাল্টও তেমনই হয়েছে।”  তবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেকর্ড ভোট পাবেন, সেটা তাঁরা আশা করেননি বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ”লিড একটু বেশই হয়েছে৷ আমরা ভেবেছিলাম লিড কম হবে৷ মানুষ ভয়ে ভোট দিতেই যেতে পারেননি। তাই লিড বেশি হয়েছে।” 

ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরাজিত হওয়ার পর প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘আমার স্বীকার করতে দ্বিধা নেই যে  ভবানীপুরে সংগঠনের দুর্বলতা ছিল। ভোটে জেতার জন্য যে সংগঠনের প্রয়োজন হয়, সেটা ছিল না। মনে রাখবেন, একজন নেতা কখনও জেতে না বা হারে না। জেতে বা হারে একটা সংগঠন।’  যদিও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ভবানীপুরে লড়াই হয়েছে৷ 

অন্যদিকে, ভবানীপুরে ভোটের পরিবেশ ছিল না বলে দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও৷ ভয়ের পরিবেশে বিরোধীদের আটকানোর চেষ্টা হয়েছে বলেই তাঁর দাবি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =