‘সবটাই হোয়াইটওয়াশ! নাটকবাজি দেখে মানুষ ক্লান্ত’, প্রশাসনিক বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

‘সবটাই হোয়াইটওয়াশ! নাটকবাজি দেখে মানুষ ক্লান্ত’, প্রশাসনিক বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে এবার খোঁচা বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের৷ তোপ দেগে তিনি বলেন, ‘সবটাই হোয়াইটওয়াশ৷ প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তাদের বকাঝকা করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা৷’

আরও পড়ুন- ‘নতুন নতুন ফ্লেভারের মদ আনছে, কর্মসংস্থান নেই’, তীব্র কটাক্ষ শুভেন্দুর

বুধবার মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পুরসভার চেয়ারম্যান থেকে প্রশাসনিক অধিকারিক, অনেকেই কাজের জন্য ধমক খান৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, সবটাই মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য করা হচ্ছে৷ প্রতিদিনের মতো এদিনও নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ সেই সময় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখন মানুষ ক্ষেপে যায় তখন এই ধরনের কথা বার্তা বলে হোয়াইটওয়াশ করার চেষ্টা করেন৷ প্রত্যেকবারই সেটা হয়৷ কখনও কেষ্টকে ধমকান, আবার বলেন ওর একটু অক্সিজেন কম। এইধরনের নাটকবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত।’’

গতকালের প্রশাসনিক বৈঠকে মূলত পুরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাগুলিকে কড়া বার্তাও দেন তিনি৷ কেন চেয়ারম্যানরা পুর এলাকাগুলি ঘুরে দেখেন না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, কেন কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না?’ সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরকে নির্দেশ দেন,  প্রত্যক পুরসভায় একজন করে অবজারভার নিয়োগ করা করতে হবে। অবজার্ভার দিতে হবে কর্পোরেশনগুলিতেও৷ 

প্রশাসনিক বৈঠকে মমতা স্পষ্ট বলেন, ‘মিউনিসিপ্যালিটিগুলো নিয়ে আমার কিছু প্রবলেম হচ্ছে।’ এর পরেই প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘এলাকাগুলো কেন ঘুরে দেখছেন না? এলাকার কাজকে কেন গুরুত্ব দিচ্ছেন না?’ সামনেই পুরভোট৷ যাঁরা কাজ করবেন না তাঁদের কথা ভেবে দেখতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ পাশাপাশি এও জানান, ভালো কাজ করলে পুরস্কার মিলবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =