বারাসত: ‘‘তৃণমূল এখন থেকেই জিতবে বলছে৷ কারণ ওনারা পুলিশ দিয়ে ভোট লুট করবার ছক কষছে৷ তারা প্রশাসনকে কাজে লাগিয়ে, গুন্ডাদের কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে, ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে৷ আমাদের প্রচারে বাধা দিচ্ছে। তাই ওরা জিতবে বলে দাবি করছে।”
খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে আজ সকালে চা চক্রে যোগ দিতে এসে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি ছাড়াও তার সাথে ছিলেন প্রার্থী জয় সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী ও নেতৃত্ব৷ এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের তীব্র সমালোচনা করেন৷
এদিন সকালেও ইকো পার্কে ভ্রমণে গিয়ে বিস্ফোরক দাবি করেন দিলীপবাবু৷ গোয়ার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃনমুল। বাবুল সুপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ তীব্র কটাক্ষের সুরে বলেন, ‘‘আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে কি হবে, ভালো লোককে দায়িত্ব দিয়েছে। টালিগঞ্জের মত অবস্থা গোয়ায় না হয়।’’ একই সঙ্গে দেশের ১০০ কোটি ভ্যাকসিনেশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা কারচুপির অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘মমতা বন্দোপাধ্যায়র কাছে কোনও তথ্য থাকে না, কোন তথ্য ধার ধারে না। অনেকে ডবল ডোজ, অনেকে সিঙ্গেল ডোজ। এটার জন্য বেশি বুদ্ধি খরচ করতে হয় না, কো-উইন থেকে তথ্য পাওয়া যায়। এই সরকারের কোন তথ্য সরকারি ওয়েবসাইট পাওয়া যায় না।’’