‘মমতাই তো তৃণমূলের মা, দুর্গা কবে থেকে ওদের মা হল?’ ফের বিতর্কে দিলীপ

‘মমতাই তো তৃণমূলের মা, দুর্গা কবে থেকে ওদের মা হল?’ ফের বিতর্কে দিলীপ

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ক্রমবর্ধমান উত্তাপে ঘৃতাহুতি দিয়েছে ভগবান রাম বনাম দুর্গার সাম্প্রতিকতম বিতর্ক। আর এই বিতর্কের সূত্রপাত যাঁর হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্রমশ বাড়তে থাকা বিতর্কের আবহেই শাসকদলকে ঠুকতে গিয়ে এদিন মা দুর্গা প্রসঙ্গে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মা বলে জানে শাসকদল তৃণমূল কংগ্রেস, এদিন এই প্রসঙ্গ ধরেই ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের কর্মী সমর্থক বা নেতারা কেউ আদেও মা দুর্গা কিংবা ভগবান রামকে জানেন না। তাঁরা কেবল ধর্ম নিয়ে রাজনীতি করতেই ব্যস্ত। শাসক দলের নেতাদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “আপনাদের মা তো মমতা ব্যানার্জী, দুর্গা আবার কবে থেকে আপনাদের মা হল?” রাজ্য সভাপতির এহেন মন্তব্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো একবার তৃণমূলকে তুলোধুনো করেন তিনি। দেবী দুর্গাকে রাজনৈতিক প্রসঙ্গে টেনে এনে ঘাসফুল শিবিরই আদতে ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “রাম একজন সক্রিয় রাজা ছিলেন। তাঁর পূর্ব ইতিহাস আমরা জানি। তাই তাঁকেই আমরা রাজনীতিতে আনি। কিন্তু তৃণমূল ধর্মকে রাজনীতিতে নিয়ে যায়।” বিজেপি রাজনীতি এবং ধর্মের ক্ষেত্রকে পৃথক রাখে বলেও জানিয়ে দেন দিলীপ ঘোষ।

বস্তুত, সম্প্রতি কলকাতায় আয়োজিত এক সর্বভারতীয় সংবাদ সংস্থার আলোচনা চক্রে বঙ্গ রাজনীতিতে রাম বনাম দুর্গা বিতর্কের সূত্রপাত ঘটেছে। বিতর্ক সভায় উপস্থিত দিলীপ ঘোষ এ প্রসঙ্গে জানান দেবী দুর্গা ঈশ্বর, কিন্তু রাম হলেন রক্তমাংসের মানুষ। তাই তাঁদের তুলনা করা উচিত নয়। বাংলা ও বাঙালির আবেগের সঙ্গে মা দুর্গা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে গেরুয়া নেতার মন্তব্যের সমালোচনায় সরব হন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *