‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’, বাবুল গোয়ার দায়িত্ব পেতেই টিপ্পনি দিলীপের

‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’, বাবুল গোয়ার দায়িত্ব পেতেই টিপ্পনি দিলীপের

কলকাতা:  ত্রিপুরার পর তৃণমূলের পাখির চোখ এখন গোয়া৷ সংগঠনকে ঢেলে সাজাতে সে রাজ্যে যাচ্ছেন খোদ দলনেত্রী৷ ইতিমধ্যেই গোয়ায় সংগঠনকে মজবুত করার দায়িত্ব পেয়েছেন বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়৷ আর সেই খবর প্রকাশ্যে আসতেই খোঁচা দিলেন দিলীপ ঘোষ৷ তিনি কটাক্ষ করে বলেন, ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’। 

আরও পড়ুন- RG Kar-এর আন্দোলনরত পড়ুয়াদের তলব করল হাইকোর্ট

কেন্দ্রীয় মন্ত্রীর পদ খুঁইয়েই রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ দিন কয়েক আগে রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূলে যোগ দেন আসানসোলের প্রাক্তন সাংসদ৷ তবে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, কোন গুরু দায়িত্ব সঁপা হবে তাঁকে৷ যদিও সেই সময় এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি তিনি৷ এবার গোয়ায় বিশেষ দায়িত্ব দেওয়া হল তাঁকে। ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। যাওয়ার আগে তিনি বলেন, ‘আমি কাজ করতে চেয়েছিলাম, তাই দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন।’ 

এদিকে বাবুল দায়িত্ব পেতেই দিলীপের কটাক্ষ,এই খবরে বিজেপি মোটেই বিচলিত নয়৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে তো গোয়ায় গিয়ে কাজ শুরু করুক তৃণমূল। বাবুলের প্রশ্ন উঠতেই তাচ্ছিল্যের হাসি হেসে দিলীপ ঘোষ বলেন, ‘ভালো লোককেই দায়িত্ব দেওয়া হয়েছে।’ বাবুল কতটা কাজ করতে পারবে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপের মন্তব্য,  ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’। 

প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৯, পর পর দুটি লোকসভা ভোটে জিতে মোদীর মন্ত্রিসভায় জায়গা পাকা করে নিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ কিন্তু বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে তিনি পরাজিত হন৷ এর পরেই মন্ত্রীত্ব হারিয়ে রাজনীতি ছাড়েন আসানসোলের প্রাক্তন সাংসদ৷ বিজেপি’তে থাকাকালীন দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই মধুর ছিল না৷ তবে সরাসরি কেউ কাউকে আক্রমণ করেননি৷ বাবুলের দলত্যাগের পর দিলীপ বলেন, “উনি তারকা। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাই দলের হতে পারেননি৷ আবেগ দিয়ে রাজনীতি করেন।” অন্যদিকে তৃণমূল যোগ দিয়েই বাবুল বলেছিলেন, ‘আমি রিজার্ভ বেঞ্চে বসে থাকতে চাই না৷ সব সময় চেয়েছি প্রথম একাদশে খেলতে। দিদি এবং অভিষেক আমাকে কাজ করার বড় সুযোগ দিয়েছেন। বিজেপিতে কাজ করতে পারছিলাম না। তৃণমূল আমার ওপর ভরসা করেছে, তাতে আমি খুশি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *