‘৫ লাখ রোহিঙ্গার নাম আছে ভোটার লিস্টে’, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

‘৫ লাখ রোহিঙ্গার নাম আছে ভোটার লিস্টে’, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

কলকাতা: বাংলায় ভোট পূর্ববর্তী রাজনৈতিক আবহে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে শাসক-বিরোধী দ্বন্দ্বের উত্তাপ ছড়াচ্ছে। ভোটের আগে ভোটার তালিকা নিয়েও একাধিক গোলমালের খবর সামনে আসছে।  দুদিন আগে শুভেন্দু অধিকারী যে অভিযোগ এনেছিলেন এদিন তারই পুনরাবৃত্তি শোনা গেল দিলীপ ঘোষের গলাতেও। রোহিঙ্গা সহ একাধিক অবৈধ ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস, এদিন এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, “ভোটার তালিকায় চার-পাঁচ লক্ষ রোহিঙ্গার নাম ঢুকেছে।” শুধু তাই নয়, ভোটার তালিকায় অবৈধ ভোটারদের সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ। 

দিলীপ ঘোষের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসকদল। সেই সঙ্গে এহেন মন্তব্যের পাল্টা দিতেও ছাড়ে নি তৃণমূল। এদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় বলেন, “বিজেপির যদি কিছু বলার থাকে তবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুক।” বস্তুত, রোহিঙ্গা তথা অন্যান্য অবৈধ ভোটারের তালিকায় অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব গেরুয়া শিবির। প্রাক-নির্বাচনী আবহে এই রোহিঙ্গা ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার। এ রাজ্য সাম্প্রতিক সময়ে বহিরাগত রোহিঙ্গাদের মুক্তাঞ্চল হয়ে গেছে বলেও দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। সেই সূত্রে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 

উল্লেখ্য, দুদিন আগেই বিজেপির এক ভোট পূর্ববর্তী সাংগঠনিক বৈঠক থেকে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অবস্থিতি নিয়ে জোরালো দাবি তুলেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও। অবিলম্বে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার জন্য দলকে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোট পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে সম্প্রতি শহরে এসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। গত সপ্তাহেই তাঁরা রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকা নিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =