‘কোলে চড়ে রাজনীতিতে এসেছেন’! ‘খোকাবাবু’ আখ্যা দিলীপের

‘কোলে চড়ে রাজনীতিতে এসেছেন’! ‘খোকাবাবু’ আখ্যা দিলীপের

 

কলকাতা: সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেককে একের পর এক পাল্টা নিশানা করলেন তিনি৷ সাংবাদিকরা তাঁকে অভিষেকের গতকালের সভা নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, ‘‘ভাইপো বললে কি হয়েছে দিল্লিতে অনেকে যুবরাজ কে পাপ্পু বলে সেটাও বলা হবে৷ ভাইপো তো লোকে আদর করে বলে। আমি খোকাবাবু বলছি।  উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন৷’’

দিলীপের কথায়, ‘‘উনি কোলে চড়ে রাজনীতিতে এসে সাংসদ হয়ে গেলেন৷ আর যারা দলের জন্য ঘাম-রক্ত ঝড়ালো তারাই আজ ব্রাত্য৷’’ দিলীপ আরও বলেন, ‘‘বিগত ১০ বছরে প্রাইভেট প্রপাটি বানানো হয়েছে।  বাসিন্দাদের কালিঘাট থেকে বের করে জায়গা দখল করা হয়েছে। আমাকে গুন্ডা, মস্তান বলা হয়েছে। আমি সবে গুন্ডামি শুরু করেছি। গুন্ডামির কিছুই দেখেননি এখনও।’’ প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বিজেপি নেতাদের নাম করে করে আইনি লড়াইয়ের কথা উল্লেখ করেছিলেন৷ তাহলে ‘গুন্ডা’ বলায় কি দিলীপ ঘোষ আইনের দ্বারস্থ হবেন? বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘আমাদের উকিল সবটা দেখছেন, তবে আইন নয় মানুষের চিন্তা ভাবনা করা উচিত কি ধরণের ভাষা প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। মানুষ তুলতেও পারে-ফেলতেও পারেন।’’

রবিবার ডায়মণ্ডহারবারের সভায় চড়া সুরে যুব তৃণমূল সভাপতি বলেছিলেন, ‘‘সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে ভাব বাচ্যে কথা বলে না বলে নাম নিয়ে দেখাক। যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, দম থাকলে আমার নাম নিয়ে বলুন৷’’ এরপরই বিজেপির দিলীপ ঘোষ সহ একাধিক নেতাকে নিশানা করেন অভিষেক৷ আজ যার পাল্টা দিলেন দিলীপ, মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =