মুর্শিদাবাদ: শনিবার কোচবিহারের শীতলকুচিতে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে চলে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মধ্যেই আবারও এক বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এবার বেনজির আক্রমণ করলেন রাজ্যের পুলিশকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, বিজেপি ক্ষমতায় এলে সারাজীবন তাদেরকে পায়ের তলায় থেকেই চাকরি করতে হবে! তাই তারা যেন ভুল করেও বিজেপি নেতা এবং কর্মীদের না ধমকায়।
এদিন মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি। সেই মঞ্চ থেকেই দিলীপের বক্তব্য, পুলিশ এখন সাহস দেখিয়ে সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছে। কিন্তু তাদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির নেতা এবং কর্মীদের ধমকাতে যাবেন না কেউ। কারণ ক্ষমতায় আসার পর বাকি জীবন বিজেপি নেতাদের পায়ের তলায় থেকেই চাকরি করতে হবে পুলিশকে! দিলীপ সাফ জানিয়েছেন, এসব ধমকানো এবং চমকানোর দুঃসাহস যেন কেউ না দেখায়। সম্প্রতি মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী কৌশিক দাসকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সুতি থানার ওসির বিরুদ্ধে। অনেকের ধারণা সেই ঘটনার প্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি শীতলকুচি কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, দুষ্টু ছেলেরা এবার বুঝতে পেরেছে কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের গুলিতে কতটা জোর। এবার থেকে বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। সেই নিয়ে ইতিমধ্যেই সরগরম পশ্চিমবঙ্গ। তার মাঝে আবারো বিতর্কিত মন্তব্য করে আদর ফেললেন গেরুয়া বাহিনর প্রথম সারির এই নেতা। এদিন আবার বিজেপি নেতা তথা প্রার্থী রাহুল সিনহা দাবি করলেন, সেদিন কেন্দ্রীয় বাহিনীর ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল! কেন চার জনকে মারল, তার জন্য তাদের শোকজ করা উচিত।