কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি আবার গতকাল পুরনো দল তৃণমূলে ফিরে এসেছেন। রাজীবের দলবদল হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তুমি এমন মন্তব্য করেছেন যে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে যে আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব বাড়তে চলেছে। কারণ দিলীপ স্পষ্ট বললেন যে দলে এখনো অনেক দালাল রয়েছে।
ঠিক কী বললেন দিলীপ ঘোষ? গতকাল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুরনো দলে ফিরে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই নিজের সোশ্যাল সাইটে জল্পনা উদ্দীপক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি লেখেন, “অনেক দাদার নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। একজন গিয়েছেন, কিছু এখন রয়েছে তারা উৎপাত করছে। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।” তিনি নিজের এই পোস্টে কারোর নাম লেখেননি কিন্তু অনেকের ধারণা তিনি ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারীকে। যদিও এই ব্যাপারে স্পষ্ট কোনো রকম আভাস মেলেনি। তবে কাদের বাদ দেবেন দিলীপ সেটাও উল্লেখ করেননি। কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি দাবি করছেন, দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীকে মাথায় রেখেই। তাই এর পর কী হতে চলেছে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি বলে জানান কুণাল।
এদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও দলবদল ইস্যুতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বাংলার রাজনীতি এখন পুরোটাই ব্যবসা। রাজীব বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হওয়ার লোভে দলবদল করেছিলেন। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দিয়েছিলেন, তার পরেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোষায়নি। সৌমিত্র বলছেন, রাজীব বলেছেন তিনি নাকি বুঝতে পারেননি, তিনি হয়তো শিশু ৫৫ বছর বয়সে দাঁড়িয়েও! এই প্রেক্ষিতে সৌমিত্রের আরো আক্রমণ, রাজীব বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা যে তিনি বাংলায় যোগদান করতে পারলেন না, ত্রিপুরায় গিয়ে যোগদান করতে হল। বাংলার মানুষ তাঁকে এখানে যোগদান করতে দেয়নি।