কলকাতা: আজ মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে আসা ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে তৃণমূল এবং বিজেপি। সেই প্রেক্ষিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জোর গলায় দাবি করেন, কমপক্ষে ৫ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে ঢুকে গেছে। এই প্রেক্ষিতে তাকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভোটার তালিকা সম্পূর্ণরূপে তৈরি করে নির্বাচন কমিশন। এই ধরনের মন্তব্য করে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ যাদের নির্বাচনের উপর আস্থা রয়েছে তাদের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এই প্রেক্ষিতে দিলীপ ঘোষকে কটাক্ষ করে দিশেহারা বলেও দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, এবার বাংলায় অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে নতুন ভোটার সংখ্যা। অন্তত কুড়ি লক্ষ ভোটার বৃদ্ধি পেয়েছে বঙ্গে। তাদের মধ্যে কমপক্ষে পাঁচ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গ তুলে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন যেখানে যেখানে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে সেইসব এলাকায় নজরদারি আরো কড়া করা হোক। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের প্রেক্ষিতে এই পাল্টা আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণরূপে। কারণ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি।
এদিকে, নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষ দাবি করেছেন, বুথের বাইরে রাজ্য পুলিশ এবং বুথের ভেতরে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে। এর পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস বলেছে, লোকসভা ভোটে বিজেপির আসন বাঢ়ল কিভাবে তার জবাব আগে দিতে হবে। একইসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, বাংলায় শব্দ সন্ত্রাস চলছে৷ গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে বিএসএফ৷ সীমান্তবর্তী গ্রামগুলোতেবি এসএফের লোকেরা ভয় দেখাচ্ছেন বলেও তোলেন অভিযোগ৷