কলকাতা: নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে প্লাস্টার পড়েছিল। সেই প্লাস্টার পরে খোলা হলেও এখনও পায়ে ব্যান্ডেজ বাঁধা। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাড়ি ছেড়ে বারমুডা পরার পরামর্শ তাঁকে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে রাজনৈতিক উত্তাপ কম বাড়েনি। এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। কটাক্ষ করে বললেন, “ঝুলছে তোর ওই উন্নয়ন!” ফেসবুক পোস্ট করে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর নাম হত ৪২০ অধিকারী! কেন, জানালেন অভিষেক
গতকাল দিনহাটায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেই ছবিকেই কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙ্গা পা থেকে ঝুলছে ওই বিজেপি কর্মীর দেহ! মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ের ওপর আরেক পা তুলে বসে রয়েছেন। ছবির নিচে তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীক রয়েছে। এই ছবিতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক্যাপশন হিসেবে লিখেছেন, “দেখরে খুলে ত্রিনয়ন/ঝুলছে তোর ওই উন্নয়ন”! লোকসভা ভোটের আগে পুরুলিয়ায় ২ বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এবার বিধানসভা ভোটের প্রাক্কালে আবার বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সব মিলিয়ে ফের একবার রাজ্যের আইন-শাসন প্রসঙ্গে আক্রমণ করতে শুরু করেছে পদ্মফুল শিবির। এবার এই ছবি পোস্ট করে নিশানা দাগা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
দেখরে খুলে ত্রিনয়ন,
ঝুলছে তোর ওই উন্নয়ন! #PoliticalTerrorism of TMC pic.twitter.com/U06WqFeyV4— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 25, 2021
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরতে বলার পরামর্শ দেওয়া দিলীপ ঘোষকে নিয়ে এখনো রাজনৈতিক আবহাওয়া সরগরম বাংলায়। আসলে তিনি বলেছিলেন, “শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা, একটা খোলা। এই রকম শাড়ি পরতে আমি কাউকে দেখিনি। যদি পা বের করে রাখবেন তাহলে শাড়ি কেন বারমুডা পড়তে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়!”