করোনাকে মেরে দিচ্ছি, আমার সেই শক্তি আছে! দিলীপ উবাচ

করোনাকে মেরে দিচ্ছি, আমার সেই শক্তি আছে! দিলীপ উবাচ

মালদহ: করোনাভাইরাস পরিস্থিতির জেরে দেশ আতঙ্কিত। কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় তা নিয়ে প্রতিনিয়ত চলছে চর্চা। এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই নিজের শারীরিক অবস্থা ঠিক রাখার টোটকা যেমন দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তেমনই নিজে কি করে সুস্থ রয়েছেন সেই কথাও জানালেন স্পষ্টভাবে। দিলীপের বক্তব্য, তাঁর মধ্যে করোনা ভাইরাস মারার শক্তি রয়েছে। 

বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, যারা দুর্বল তাদের আক্রমণ করছে করোনাভাইরাস। কিন্তু তাঁর শরীরে শক্তি রয়েছে তাই তিনি করোনাকে মেরে দিতে পারছেন! একই সঙ্গে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে তিনি জানাচ্ছেন, গরম গরম খাবার খেলে তাড়াতাড়ি হজম হয়, কেউ যেন ঠান্ডা খাবার না খান। গরম খেলে করোনা ভাইরাসের বিরুদ্ধে শারীরিক শক্তি বাড়বে বলে মনে করছেন তিনি। এই প্রসঙ্গেই দিলীপ জানান, করোনাভাইরাস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং নাক দিয়ে, মুখ দিয়ে ঢুকে যাচ্ছে শরীরে। কিন্তু তাঁকে আক্রমণ করতে পারছে না এই ভাইরাস কারণ তাঁর শরীরে সেই শক্তি রয়েছে। এর ফলে তিনি ভাইরাস মেরে দিতে পারছেন। এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে তিনি জানিয়েছেন, সকলের জন্য সকাল বেলা ঘুম থেকে উঠার পর কাঁচা হলুদ, আদা এবং তুলসী পাতা খান। একইসঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে, বিশেষত ছোটদের। রাজ্যের ভাইরাস সংক্রমণের পরিসংখ্যান যে ইঙ্গিত দিচ্ছে তাতে অবশ্যই ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সেই প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য কতটা কার্যকরী তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৬ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২ হাজার ৮৩০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ২ হাজার ৫৮৫ জন আক্রান্ত হয়েছেন। এদিকে, দক্ষিণ ২৪ পরগনা (৭৯০), হাওড়া (৭৪৬), পশ্চিম বর্ধমান (৬৪৩), হুগলি (৫৯৪) এবং পূর্ব মেদিনীপুরে (৪১৯) দৈনিক সংক্রমণে নতুন বৃদ্ধি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =