‘মাসির গোঁফ বেরলে কি মেসো বলব?’ বাবুলের ‘সন্ন্যাস’ গ্রহণ নিয়ে কটাক্ষ দিলীপের

‘মাসির গোঁফ বেরলে কি মেসো বলব?’ বাবুলের ‘সন্ন্যাস’ গ্রহণ নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা: ফেসবুক পোস্টে রাজনীতিকে ‘আলবিদা’ জানিয়ে শোরগোল ফেলেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ তাঁর রাজনৈতিক সন্ন্যাস নিয়ে যখন তোলপাড় রাজনৈতিক মহল, তখন কার্যত তাঁর এই সিদ্ধান্তকে গুরুত্বই দিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বাবুলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে দিলীপবাবু বলেন, ‘‘কে রাজনীতি করবেন, কে ছাড়বেন, তা আমি বলতে পারব না৷ মাসির গোঁফ হলে মেসো বলব, না মাসি বলব৷ আগে গোঁফ বেরোক তার পরে বলব৷’

আরও পড়ুন- ‘চললাম’! রাজনৈতিক সন্ন্যাসের পথে বাবুল? জল্পনা উস্কে ফের ফেসবুক পোস্ট সাংসদের

 
প্রসঙ্গত, দিলীর ঘোষের সঙ্গে বাবুলের সংঘাত সকলেরই জানা৷ এদিন বাবুল প্রসঙ্গ উঠতেই বিরক্ত প্রকাশ করেন তিনি৷ এমনকী সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে যাওয়ার কথাও বলেন৷ এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘আমি কারও ফেসবুক, ট্যুইটার দেখি না৷ কে রাজনীতি করবেন, কখন ছাড়বেন সেটা আমি বলতে পারব না৷ সবার নিজস্ব অধিকার আছে৷’’ এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, এমন খবর তো রোজই আসে৷ উনি ইস্তফা দিয়েছেন কি? মাসির গোঁফ বেরলো মাসি বলব না মেসো বলব, তা পরে ঠিক হবে৷ আগে গোঁফ বেরোক৷ উনি এখনও আমাদের সাংসদ আছেন৷’’

আরও পড়ুন- শ্বশুরের কুপ্রস্তাবে রাজি হয়নি বৌমা, গৃহবধুকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ! গ্রেফতার স্বামী

শনিবার বিকেলে ফেসবুক পোস্টে ‘বিদায়’, ‘আলবিদা’ জানিয়ে রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা উস্কে দেন বাবুল৷ সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানান তিনি৷ তিনি এও বলেন, সমাজসেবা করতে গেলে রাজনীতিতে থাকার প্রয়োজন হয় না৷ আমি কী করব তা ঠিক করে ফেলেছি৷ তাঁর রাজনৈতিক পোস্টে নাম না করে দিলীপ ঘোষের সঙ্গে মতপার্থক্যের কথাও উল্লেখ করেছেন বাবুল৷ দিলীপ ঘোষ বাবুলের ইস্তফাকে গুরুত্ব না দিলেও শমীক ভট্টাচার্য বলেন, ‘বাবুল রাজনীতি ছাড়লে শুধু বিজেপি নয়, রাজনৈতিক ক্ষেত্রের বড় ক্ষতি৷’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *