কলকাতা: অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরানোর দাবিতে গ্রাহক ও এজেন্টদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রোজ ভ্যালির এজেন্টরা রাজ্যপালকে জানান যে তাঁরা কলকাতার রোজ ভ্যালির হোটেলের সামনে এই ঠান্ডার মধ্যে প্রায় এক মাস যাবৎ অবস্থান বিক্ষোভ করছেন। তা দেখতে আসার জন্য তাঁরা রাজ্যপালকে অনুরোধ করেন। রাজ্যপাল এজেন্টদের জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সংবিধান মেনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এজেন্ট ও গ্রাহকদের তিনি বিক্ষোভ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের বলেন, চিটফান্ডের তদন্ত করার জন্য রাজ্য সরকার কমিটি করলেও তাতে কোনও সুরাহা হয় নি। তিনি বলেন, এ রাজ্যে রোজভ্যালির হোটেল এবং চ্যানেল চলছে। তার লভ্যাংশ কোথায় যাচ্ছে? এমনকি রোজ ভ্যালির অনেক সম্পত্তি এখনও নথিভূক্ত করা হয়নি। সেই সব সম্পত্তি নথিভূক্ত করে তা বিক্রি করে গ্রাহক ও এজেন্টের টাকা ফেরত দেওয়া হোক। রাজ্যপাল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। দিলীপবাবু বলেন, রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের একের পর এক খুন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগও রাজ্যপালকে জানানো হয়েছে।
সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরানোর দাবি দিলীপের
কলকাতা: অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরানোর দাবিতে গ্রাহক ও এজেন্টদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রোজ ভ্যালির এজেন্টরা রাজ্যপালকে জানান যে তাঁরা কলকাতার রোজ ভ্যালির হোটেলের সামনে এই ঠান্ডার মধ্যে প্রায় এক মাস যাবৎ অবস্থান বিক্ষোভ করছেন। তা দেখতে