সিউড়ি: মমতা দিলীপের জেল তরজা৷ দিলীপের জেলে পাঠানোর হুমকি মমতাকে৷ বাঁকুড়া থেকে পাল্টা দিলেন মমতা৷ বীরভূম থেকে মমতাকে জেলে পাঠানোর হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ বাঁকুড়া থেকে দিলীপ ঘোষকে পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বীরভূমের সিউড়িতে দলীয় সভা ছিল দিলীপ ঘোষের৷ যেখান থেকে মমতাকে সরাসরি নিশানা করে দিলীপ বলেন, ওই তিনতলা বাড়িতে থাকতে দেব না, ওই বাড়ির ভাত খেতে দেব না৷ হয় সিউড়ির জেলে থাকবে নয়ত কলকাতার দমদম সেন্ট্রাল জেলে নয়ত ভুবনেশ্বর জেলে থাকবে৷ এদিকে বাঁকুড়া থেকে পাল্টা দেন মমতা৷ তাঁর চ্যালেঞ্জ, “ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুন। সেখান থেকেও তৃণমূলকে বাংলায় ক্ষমতায় আনব।”
এদিন দিলীপ বলেন, জেলা স্তর এর নেতা এবং এমএলএ তারা সেন্ট্রাল জেলে থাকবে আর এমপি হলে ভুবনেশ্বর কটকে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেবো”। এখন টেলার শুরু হয়েছে। ফিল্ম দেখবেন মে মাসের পর। কাউকে ছাড়া হবে না। দিলীপ আরও বলেন পুলিশ নিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। পুরো বীরভূম জেলা কে বোম বারুদের কারখানা করে রাখা হয়েছে”।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্যের সংখ্যালঘু মানুষরা আজকে দলে দলে বিজেপিতে আসছে। বিজেপি তাদের প্রকৃত উন্নয়ন করেছে। আমি বলে দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সংখ্যালঘু মানুষরা সব থেকে বেশি উপকৃত হবেন। সম্মানের সঙ্গে থাকবেন। কেউ আপনাদেরকে ট্যারা চোখে তাকাতে পারবে না। যান যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে দেখে আসুন। এরা ভয় দেখাবে। গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মুসলিমরা কত ভালো আছে”।