সৈকত নগরী দিঘার পর্যটকদের হোটেল ছাড়া নির্দেশ প্রশাসনের

সৈকত নগরী দিঘার পর্যটকদের হোটেল ছাড়া নির্দেশ প্রশাসনের

দিঘা: নিম্নচাপে আবারও সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা‌। সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের জারি করেছে আবহাওয়া দপ্তর।

সমুদ্রে মৎস্য শিকার করতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন তৎপরতা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একের পর এক এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করছেন।

রবিবার দুপুরে সৈকত নগরীর দীঘা পরিদর্শন করেন রামনগর ১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, ” আগে থেকেই সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাইক্লোন সেন্টার এবং স্কুল বিল্ডিংগুলি তৈরি রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হচ্ছে। ব্লক ও পঞ্চায়েতেগুলিতে  কন্ট্রোলরুম খোলা হচ্ছে।  ৩০ তারিখ পর্যন্ত হোটেলে পর্যটক রাখার ব্যাপারেও জারি করা হয়েছে নিধাধাজ্ঞা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =