দিঘা: বাঙালির অন্যতম পছন্দের জায়গার নাম দিঘা। দু থেকে তিন দিনের ছুটি মানেই দিঘা মাস্ট। কিন্তু এখন এই দিঘা ঘুরতে যাওয়া নিয়েও চিন্তার শেষ নেই কারোর। কারণ সেখানে গিয়ে কার্যত গুনতে হচ্ছে মোটা টাকা। এমন একটি সমস্যার উদ্ভব ঘটেছে যে পর্যটকদের মাথায় হাত। হোটেল সমস্যা নিয়ে জেরবার হতে হচ্ছে দিঘা প্রেমীদের। ন্যায্য দামে হোটেল পাওয়াই যেন দুষ্কর হয়ে যাচ্ছে। তাই হোটেল ঠিক না করেই দিঘায় গিয়ে পৌঁছলে আরও বড় সমস্যা।
আরও পড়ুন : মহারাজের বাড়িতে মহাভোজে শাহ, কী ছিল মেনুতে
করোনা মহামারির জেরে অনেক গুলি মাস পর্যটনে ধাক্কা খেয়েছে সব জায়গা। তার মধ্যে দিঘা অন্যতম। আর এখন কোভিড কাঁটা সরতেই উপচে পড়ছে ভিড়। দিঘার হোটেল মালিকদের বক্তব্য, সব জায়গায় ঘর ভর্তি। কোথাও খালি নেই। ওল্ড দিঘা থেকে শুরু করে নিউ দিঘা, সব ক্ষেত্রে বিষয় এক। তাই যারা এই সময়ে ঘুরতে আসছেন তারা সমস্যায় পড়ছেন। যারা অনেক আগে থেকে হোটেল বুক করেছেন তাদের সমস্যা কম হলেও যারা দিঘায় গিয়ে হোটেল বুক করার কথা ভাবছেন তাদের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। পর্যটকদের একাংশের অভিযোগ, পরিস্থিতি দেখে দাম বাড়িয়ে রাখছে হোটেল কর্তৃপক্ষ। দামে না পোষালে দিঘায় হোটেল পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষে দিঘায় রেকর্ড পরিমাণে হোটেল বুক করা হয়েছে। ঈদের পর থেকেই হোটেল বুকিংয়ে বাড়বাড়ন্ত।
এদিকে পর্যটকদের একাংশের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের চাপে ২০০ টাকার ঘর এখন বিকোচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। ওদিকে এসি ঘরের ভাড়া ২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। অনেকেই মনে করছেন, ভিড়ের কারণে হোটেল ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করেছে। ঘর ফাঁকা থাকলেও তা দেওয়া হচ্ছে না, দাম বাড়িয়ে রেখে বেশি টাকা কামানোর পন্থা নিয়েছে তারা।