দিঘা: তেলিয়া ভোলার পর এবার রূপোলী শস্য৷ জুম্মাবারে দিঘার আড়তে দেখা মিলল ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ঢাউস আকারের ইলিশ! যা দেখে মুহূর্তে করোনা বিধি উড়িয়ে বাড়ল ভিড়৷ ইলিশের ওজন এবং গড়ন শুনে দিনভর অনেকেই দেখতে এলেন তাঁর রূপ৷ কিন্তু দাম শুনে সকলেই কম বেশি পিছ পা হলেন৷ কারণ, এক, দু’হাজার নয় এক পিস ইলিশের দাম যে এক্কেবারে ১২ হাজার টাকা৷
জানা গিয়েছে, ট্র্লার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীরা৷ তাতেই উঠে বিশালাকৃতির ওই ইলিশটি৷ মুখ থেকে লেজ পর্যন্ত প্রায় দুই ফুট লম্বা। পিঠের দিকটা বেশ মোটা। দিঘা মোহনার মা জাহ্নবী আড়তে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ঢাউস আকারের ইলিশটি ওঠে! অন্যান্য মাছের মধ্যে ইলিশটিকে মহারাজের মতো সাজিয়ে রেখেছিলেন আড়তদার যামিনী হাজরা।
সকলেরই চোখ আটকে যাচ্ছিল ইলিশটিতে। কিন্তু আকার দেখেই অনেকে বুঝে যান, দরদাম করে লাভ নেই। তাই অনেকের আগ্রহ ছিল ছবি তোলায়। স্থানীয় মৎস্যজীবীদের কথায়, সম্প্রতি ধরা পড়া ইলিশের মধ্যে এটাই সবচেয়ে বড়। ইলিশটির দাম ১২ হাজার টাকা হাঁকেন মৎস্যজীবী সুকান্ত মণ্ডল। দাম নিয়ে অনেকে দর কষাকষিও করেন৷ তবে ওই ব্যবসায়ী সাফ জানিয়ে দেন, ১২ হাজারের এক টাকা কমেও তিনি ইলিশ বিকবেন না৷ ব্যবসায়ীরা জানিয়েছেন, অতীতে এত বড় ইলিশ দিঘায় কখনও কেউ দেখেননি৷