দু’হাত বাড়িয়ে ডাকছে দিঘা, মন্দারমণি! খুলেছে হোটেল, ফের শুরু উল্লাস

দু’হাত বাড়িয়ে ডাকছে দিঘা, মন্দারমণি! খুলেছে হোটেল, ফের শুরু উল্লাস

তমলুক: আজ, সোমবার থেকে সরকারি নির্দেশ মেনে খুলে গিয়েছে পর্যটনকেন্দ্র মন্দারমণি৷ চালু হয়ে যাচ্ছে হোটেল-লজ ও রিসর্ট৷ দীর্ঘ লকডাউনের আড়াই মাস পর মন্দারমণিতে হোটেল-লজ খুলে গিয়েছে৷ মন্দারমণি খুললেও দিঘা-শঙ্করপুর কিংবা তাজপুরের এখনই খুলছে না৷

জানা গিয়েছে, আগামী ১০ জুন থেকে ধাপে ধাপে  দীঘা ও শঙ্করপুরের হোটেল ব্যবসায়ী সংগঠন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ আগামী ১৫ জুন থেকে তাজপুরে সমস্ত হোটেল খুলে যাবে বলে জানা গিয়েছে৷ দীর্ঘ লকডাউনে জোর মুখ থুবড়ে পড়েছে উপকূলের অন্যতম প্রধান পর্যটন ব্যবসা৷ হোটেল খুলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে অনেকেই মনে করছেন৷ তবে, সাধারণ জনতার অর্থনৈতিক টানাপোড়েন ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের৷ সেক্ষেত্রে পর্যটক টানতে কিছু ছাড় দেওয়া যায় কি না, তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে৷ আজ থেকেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে হোটেল বুকিং৷ ঘর খালি থাকলে স্পট বুকিংয়েও সুযোগ রয়েছে৷

বুকিং শুরু হলেও  সংক্রমণ রুখতে বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা৷ প্রতিটি হোটেল-লজেগুলিকে একদফা স্যানিটাইজড করা হয়েছে৷ পর্যটক চলে যাওয়ার পর রুমে জীবাণুমুক্ত করার হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হোটেলে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে৷ পর্যটক থেকে শুরু করে হোটেলকর্মী, ধ্যতামূলকভাবে মাস্ক ও গ্লাভস ব্যবহার করা নির্দেশ দেওয়া হয়েছে৷ দূরত্ব বজায় রেখে আড্ডায় ছাড়পত্র মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *