কলকাতা: রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ৷ উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন৷ এদিন করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷ কোভিড কিছুটা বেড়ছে৷ সকলকে বলব কোভিড বিধি মেনে চলতে৷ মাস্ক পরতে৷ স্যানিটাইজ করতে৷ পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সূচিত করা হবে বলেও জানান তিনি৷ তাঁর মতে, এখনই সবকিছু বন্ধ করার দরকার নেই৷
আরও পড়ুন- ওমিক্রমন উদ্বেগের মধ্যেই লাফিয়ে বাড়ছে কোভিড, অবিলম্বে নাইট কার্ফু? দোটানায় নবান্ন
এদিন মমতা বলেন, ব্রিটেনকে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করলেও, ব্রিটেনের ফ্লাইটেই বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে আসছেন৷ ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে৷ আন্তর্জাতিক বিমানগুলি থেকেই বেশি সংক্রমণ ছাড়াচ্ছে৷ তার উপর টেস্ট করাতেও অনেকের অনীহা৷ কিন্তু কোটি কোটি মানুষের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে৷ এই বিষয়টি রিভিউ করে দেখা হচ্ছে৷ তিনি আরও বলেন, সামনেই বর্ষবরণ৷ পরিস্থিতির উপর নজর রাখছি৷ এক সঙ্গে লকডাউন করলে সমস্যা বাড়বে৷ গত দুই বছরে ব্যবসার অগ্রগতি প্রায় শূন্য৷ যে সকল জায়গায় সংক্রমণ বাড়ছে, সেই স্থানগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হবে৷
স্কুল-কলেজ বন্ধ নিয়েও এদিন ধন্দ দূর করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, স্কুল-কলেজগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে৷ স্কুল-কলেজ বন্ধ করার কথা বলিনি৷ কিন্তু অনেক সংবাদমাধ্যম স্কুল-কলেজ বন্ধ করা হবে বলে খবর প্রকাশ করেছে৷ সংক্রমণ ছড়ালে প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন তো? এখন স্কুল কলেজ বন্ধ রয়েছে৷ স্কুল-কলেজগুলির পরিস্থিতির উপর নজর রাখা হবে৷ ছোটদের মধ্যে ওমিক্রন ছড়াচ্ছে কিনা, নজর রাখতে বলেছি৷ গোটা পরিস্থিতি রিভিউ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে৷
তাঁর কথায়, কলকাতায় সংক্রমণ একটু বাড়ছে৷ কারণ শহরতলির লাখো মানুষ কলকাতায় যাতায়াত করছেন৷ কলকাতায় সমস্ত আন্তর্জাতিক বিমান ওঠানামা করে৷ কোনও ফ্লাইটে একজন আক্রান্ত হলেই সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়৷ এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়া উচিত৷ যে দেশগুলিতে সংক্রমণ বেশি, সেখানকার ব্যাপারে পদক্ষেপ করা উচিত৷ গঙ্গাসাগর নিয়ে প্রশ্ন উঠতেই রেগে গিয়ে মমতা বলেন, গঙ্গাসাগর নিয়েই কেন কথা উঠছে৷ কুম্ভ মেলা নিয়ে কেন কিছু বলা হয় না৷