মাত্র ৫ টাকায় ‘দিদির রান্নাঘরে’ মিলছে ডাল-ভাত-সবজি! খাবারের লাইনে ক্ষুধার্ত জনতা

মাত্র ৫ টাকায় ‘দিদির রান্নাঘরে’ মিলছে ডাল-ভাত-সবজি! খাবারের লাইনে ক্ষুধার্ত জনতা

কলকাতা: করোনার জেরে থমকে গিয়েছে দেশের অর্থনীতি৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ কমছে জনতার আয়৷ বেসরকারি দফতরে চলছে কর্মী ছাঁটাই পর্ব৷ আর এই পরিস্থিতি দাঁড়িয়ে সাধারণ জনতার পাতে দু’মুঠো ভাত তুলে দিতে উদ্যোগ নিল আইএনটিটিইউসি৷

বাংলার বেহাল শিল্প মানচিত্রে আগেই নাম তুলে রেখেছিল বারাকপুর শিল্পাঞ্চল৷ এবার করোনার মার থেকে শিল্পাঞ্চলের শ্রমিকদের পিঠ বাঁচাতে মাত্রা ৫ টাকায় ‘দিদির রান্নাঘর’ চালু করল আইএনটিটিইউসি৷ ১৫০টি ক্লাবের সমন্বয়ে এই রান্নাঘরে দৈনিক ১ হাজার মানুষকে মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত,ডাল,তরকারি দেওয়া হচ্ছে৷ স্থানীয় নেতাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা৷

বারাকপুর বিএন বসু জেনারেল হাসপাতাল সংলগ্ন বিটি রোডের উপরে তৈরি হয়েছে ‘দিদির রান্নাঘর’৷ ৫ টাকায় দু’মুঠো খাবার পেতে রান্নাঘরে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷ অতিরিক্ত ভিড় এড়াতে বারাকপুর ও টিটাগড় পুরসভার চারটি করে ওয়ার্ডে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি৷

শ্রমিকদের কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন এলাকায় শ্রমজীবী ক্যান্টিন চালু করে প্রবল সাড়া ফেলে দিয়েছে বামফ্রন্ট৷ মাত্র ২০ টাকায় খাবার পৌঁছেন বাম নেতারা৷ এবার বামেদের দেখানো পথে শাসকদলের উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

করোনাকালে বহু মানুষের খাবার জুটছে না৷ এলাকায় ৫ টাকায় খাবার পাওয়া যাবে শুনে বহু মানুষের ভিড় করছেন দিদির রান্নাঘরে৷ খিদের কাছে হার মানে সামাজিক দূরত্ববিধি৷ উত্তর ২৪ পরগনা জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খাবারের জন্য ক্ষুধার্ত জনতার ভিড় নিয়ন্ত্রণ করা প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =