দিদি-মোদি স্লোগান বুমেরাং হবে, বিধানসভায় ঘোষণা মমতার

দিদি-মোদি স্লোগান বুমেরাং হবে, বিধানসভায় ঘোষণা মমতার

কলকাতা: বিধানসভায় নাগরিক আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করিয়ে বাম-কংগ্রেসকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিধানসভায় নাগরিক আইনের বিরুদ্ধে প্রস্তাব সংক্রান্ত আলোচনায় বিরোধীদের আক্রমণের পাশাপাশি বিজেপি-তৃণমূলের আঁতাতের অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন মমতা৷

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এনপিআরের বিরোধিতা করেও অনেকে দিল্লির বৈঠকে অংশ নিলেন৷ ওই বৈঠকে যাওয়া মানেই কেন্দ্রের নির্দেশ মেনে নেওয়া৷ আমরাই একমাত্র যারা দিল্লির বৈঠকে ছিলাম না৷ আমার বিরুদ্ধে আন্দোলন করার অনেক সময় পাবেন৷ কিন্তু, এই আইনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলনে মানতে হবে আমাদের৷

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর পাল্টা প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ জানান, বাংলায় বিরোধীদের মিটিং মিছিলের জায়গা নেই৷ মিছিল-মিটিং করার অনুমতি পেতে আদালতে ছুটতে হচ্ছে৷ নাগরিক আইন নিয়ে বাম-কংগ্রেসের দেওয়া প্রস্তাব আগে কেন গ্রহণ করা হয়নি? মোদির বাংলা সফরের আগে কেন এই প্রস্তাব গৃহীত হল না৷ কেন সরকার আদালতে গেল না৷ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্যের পর পাল্টা জবাব দেন মমতা৷ সাফ জানিয়ে দেন, দিদি-মোদির স্লোগান একসময় বুমেরাং হবে৷

অন্যদিকে, আজ নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনপিআর নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি৷ বহু মানুষ বেকার হয়ে গিয়েছেন৷ আমরা মানুষে মানুষে বিভেদে বিশ্বাসী নই৷ এখন প্রশ্ন করলেই জেলে পোরা হচ্ছে, না হলে গুলি করা হচ্ছে৷ ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রাখা হচ্ছে৷ একটা রঙ দিয়ে দেশ চলে না৷
অর্ডন্যান্স ফ্যাক্টরি বেচে দেওয়া হচ্ছে৷ আর সেই কারণে সিএএ বিরোধী আন্দোলন চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *